পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিউনিশিয়ার সাথে বিশ্বব্যাংকের সহায়তা কাঠামো কার্যক্রম স্থগিত করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস । ছবি: রয়টার্স
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিউনিশিয়ার সাথে বিশ্বব্যাংকের সহায়তা কাঠামো কার্যক্রম স্থগিত করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস । ছবি: রয়টার্স

‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ টিউনিশিয়ার সাথে অংশীদারত্ব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্বব্যাংক। টিউনিশিয়ার প্রেসিডেন্টের সাম্প্রতিক অভিবাসী বিরোধী বক্তব্যের পর দেশটিতে চলমান সমস্যার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস প্রতিষ্ঠানটির টিউনিশিয়া দপ্তেরর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, “সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক টিউনিশিয়ায় তার কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। নিরাপত্তা, অভিবাসী এবং সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি বিশ্বব্যাংকের কেন্দ্রীয় মূল্যবোধের অংশ। বিশ্বব্যাংক সবসময় অভিবাসীদের অন্তর্ভুক্তি, সম্মানের পক্ষে এবং বর্ণবাদ বিরোধী।”

বিশ্বব্যাংক সুনির্দিষ্টভাবে জানিয়েছে, টিউনিশিয়ায় অবস্থানরত সংস্থাটির পরিচালনা পর্ষদের নতুন বৈঠক না হওয়া পর্যন্ত টিউনিশিয়ার সঙ্গে নতুন কোনো সহায়তা কর্মসূচী চালু করতে পারবে না। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত টিউনিশিয়া দপ্তরের পরিচালনা পর্ষদের এই বৈঠকটি স্থগিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুন>>টিউনিশিয়া: যে কারণে ‘রূঢ়’ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট সাইদ

প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অর্থায়ন অনুমোদন করা প্রকল্পগুলো অর্থায়ন থাকবে এবং চলমান প্রকল্পগুলো চলমান রয়েছে। তবে নতুন নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের কারণে, বিশেষ করে সাব-সাহারা আফ্রিকার দেশগুলো থেকে আগত কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যের নিরাপত্তার কারণে সম্ভাব্য ধীরগতির বিষয়ে প্রতিষ্ঠানটি সতর্ক রয়েছে।

পড়ুন>> সরকারের ‘দমনপীড়ন’, টিউনিশিয়া ছাড়ছেন অভিবাসীরা

অভিবাসী এবং শরণার্থীদের রক্ষা ও সমর্থনে টিউনিশিয়া সরকারের গৃহীত পদক্ষেপ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটার ওপরে সতর্কভাবে মূল্যায়ন ও পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, প্রেসিডেন্ট সাইয়েদের মন্তব্য সম্পর্কে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

আরও পড়ুন >>সাগর পাড়ি দিয়ে ইটালিতে টিউনিশিয়ার ফুটবলার

প্রেসিডেন্ট কাইস সাইদ ২১ ফেব্রুয়ারি এক বক্তব্যে বলেন, টিউনিশিয়ায় অবৈধ অভিবাসন একটি অপরাধী উদ্যোগের অংশ। এর লক্ষ্য টিউনিশিয়ার জনসংখ্যার গঠন পরিবর্তন করা। যাতে টিউনিশিয়া একটি আফ্রিকান দেশে পরিণত হয় এবং আরব-মুসলিম চরিত্র অস্পষ্ট হয়ে উঠে।

নেড প্রাইস টিউনিশিয়ার সরকারকে শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের অধিকার রক্ষা করে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।

পড়ুন>> ইটালি থেকে দেশে ফিরল টিউনিশিয়ার সঙ্গীহীন শিশু

সরকারের পরিসংখ্যান নিয়ে টিউনিসিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) জানিয়েছে, দেশটির এক কোটি ২০ লাখ নাগরিকরের মধ্যে, সাব-সাহারা আফ্রিকান দেশগুলো থেকে আসা অভিবাসীদের সংখ্যা মাত্র ২১ হাজার। যাদের বেশিরভাগই অনিয়মিত হিসেবে সেখানে বসবাস করছেন। 


এমএইউ/টিএম


 

অন্যান্য প্রতিবেদন