(ফাইল ছবি)  স্পেনের ক্যানারি উপকূলে একটি অভিবাসী নৌকা। ছবি: রয়টার্স
(ফাইল ছবি) স্পেনের ক্যানারি উপকূলে একটি অভিবাসী নৌকা। ছবি: রয়টার্স

উত্তর আফ্রিকা থেকে ১৫৮ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে বলে জানিয়েছ স্প্যানিশ কোস্ট গার্ড। উপকূলে আসার পর তাদের সবাইকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

স্প্যানিশ উপকূলরক্ষীরা মঙ্গলবার জানিয়েছে, উত্তর আফ্রিকা থেকে গত ২৪ ঘণ্টায় কয়েকটি ইঞ্জিন চালিত নৌকায় ১৫০ জনেরও বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে।

অভিবাসীদের দলে ২৭ জন নারী ও ৮ শিশু রয়েছে। তাদের সবাইকে দ্বীপের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড। 

আরও পড়ুন>>অভিবাসন ব্যবস্থাপনা: স্পেন-মরক্কো নয়া চুক্তি

উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা তিনটি অভিবাসনপ্রত্যাশীদের নৌকার পথরোধ করে কোস্ট গার্ড ইউনিটগুলো৷ পরে তাদেরকে দ্বীপপুঞ্জের ফুয়ের্তেভেনতুরা এবং ল্যানজারোট বন্দরে নামতে বলা হয়৷

অভিবাসীরা সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। উদ্ধার অভিযানের পর কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।


ইউরোপে অনিয়মিত অভিবাসনের প্রধান প্রবেশপথগুলোর মধ্যে অন্যতম হল স্পেন। এই দেশটিকে অভিবাসীরা সাধারণত অস্থায়ী ‘ট্রানজিট’ হিসেবে ব্যবহার করেন। একবার স্পেনে পৌঁছলে অভিবাসীরা পরে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে চলে যান।

পড়ুন>>মেলিলা ট্র্যাজেডি: আপিলে বাড়ল অভিবাসীদের সাজা

অভিবাসনপ্রত্যাশীদের বড় একটি অংশ ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে স্পেনে ঢোকেন৷ দেশটিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা ২০২২ সালে ২৫ দশমিক ছয় শতাংশ কমেছে৷ স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে যেখানে ৪১ হাজার ৯৪৫ জন এসেছেন, সেখানে ২০২২ সালে তা কমে ৩১ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে৷

আরও পড়ুন>>স্পেন: ইউক্রেনীয় শরণার্থীরা অবৈধ তামাক কারখানায় শোষণের ‘শিকার’


মরক্কোর সঙ্গে স্পেনের সীমান্তে, সেউটা এবং মেলিলা ছিটমহল বরাবর উত্তর আফ্রিকা থেকে আসা অভিবাসীর সংখ্যা বেড়েছে ২৪ দশমিক এক শতাংশ৷ ২০২১ সালের তুলনায় সমুদ্রপথে আসা অনিয়মিত অভিবাসীর সংখ্যা ২৭ দশমিক নয় শতাংশ এবং নৌকায় আসা অভিবাসীদের সংখ্যা ২০ দশমিক সাত শতাংশ কমেছে৷


এমএইউ/টিএম




 

অন্যান্য প্রতিবেদন