স্পেন থেকে ফ্রান্সে অবৈধভাবে প্রায় ২৫০ জন অভিবাসীকে পাচারের দায়ে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের বায়োন অঞ্চলের আদালত। পাশাপাশি অভিযুক্তকে স্থায়ীভাবে ফরাসি অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তদন্তকারীদের মতে, স্পেন থেকে ফ্রান্সে অবৈধভাবে প্রায় 250 অভিবাসীকে পাচার করার জন্য মঙ্গলবার বেয়োনের আদালতে বিচার করা ব্যক্তি দায়ী। তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ফ্রাঙ্কো-স্প্যানিশ সীমান্তে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর এর মধ্যে ২৪৭ জন অভিবাসীকে পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৭ মার্চ তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে ফরাসি আদালত।
৩১ বছর বয়সি এই অভিযুক্তকে ফরাসি ভূখণ্ডে প্রবেশেও স্থায়ী নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। .
ফরাসি গণমাধ্যম ফ্রান্স ব্লু জানিয়েছে, অভিযুক্ত ক্যামেরুনের নাগরিক শুনানিতে আদালতের সামনে অভিযোগের সকল তথ্য অস্বীকার করেছেন।
আরও পড়ুন>>বাংলাদেশি অভিবাসীকে আঘাত, সাজা কমলো গ্রিক নাগরিকের
ফরাসি সীমান্ত পুলিশ (পিএএফ) এবং স্প্যানিশ জাতীয় পুলিশের তদন্তকারীদের মতে, অভিযুক্ত ব্যক্তি প্রায় চল্লিশ কিলোমিটার সীমান্তে বিচ্ছিন্ন দুই শহর ইরুন এবং বায়োনের মধ্যে ৩৫টি পাচারের ঘটনা সংগঠিত করেছেন। এই পাচার কাজে প্রতিবার যাত্রার জন্য গড়ে ১৫০ ইউরো অবৈধ মুনাফা হাতিয়ে নিয়েছেন সাজাপ্রাপ্ত ব্যক্তি।
‘গুরুত্বপূর্ণ মানবপাচারকারীদের একজন’
আদালত অভিযুক্তের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড দিতে গিয়ে বলেন, অভিযুক্ত আদালতে কাছে বক্তব্যের স্বীকৃতি না দেওয়া ‘সংগঠিত গ্যাং’ পরিচালনা ও অভিবাসীদের অনিশ্চিত অবস্থার অপব্যবহারের ঘটনায় এই সাজা প্রদান করা হয়েছে।
পড়ুন>> লিবিয়ার ‘দাস’ থেকে ইটালির সামাজকর্মী ইয়াও
বায়োন অঞ্চলের পাবলিক প্রসিকিউটর জঁ-ক্লদ বেলো বিবেচনা করেন, অভিযুক্ত ব্যক্তি একজন মানবপাচারের সংগঠক ও ধূর্ত প্রকৃতির ব্যক্তি।
স্থানীয় হেনদায়ে সীমান্ত পুলিশের প্রধান বেরতো বুইসনের দৃষ্টিতে, “এই ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবপাচারকারীদের একজন হতে পারেন।”
লোকটি ইতিপূর্বে ফরাসি বিচার বিভাগের কাছে নথিভুক্ত ছিল। তাকে গত বছর অভিবাসী পরিবহনের দায়ে ৮ মাসের কারাদণ্ড এবং ৫ বছরের জন্য ফরাসি ভূখণ্ডে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
পড়ুন>> কর্মমুখী শিক্ষা নিয়ে থাকা যাবে স্পেনে
অভিযুক্তকে উত্তর স্পেনের বাস্ক কান্ট্রির গুইপুজকোয়া প্রদেশ থেকে গত সপ্তাহে গ্রেপ্তার করা ফ্রান্সের কাছে প্রত্যর্পণ করা হয়েছিল।
অভিবাসীদের ঝুঁকি বেড়েছে
এই অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে অন্যান্য মানবপাচারকারীদেরও গ্রেপ্তার করা হয়েছে।
২০২২ সালের জুনে একজন ফরাসি এবং একজন স্প্যানিশ নাগরিককে তিন মাসের ব্যবধানে ১২০ জনকে অবৈধভাবে পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন>>অভিবাসন ব্যবস্থাপনা: স্পেন-মরক্কো নয়া চুক্তি
এর কয়েক মাস আগে ২০২২ সালের জানুয়ারিতে, একই এলাকায় অভিবাসীদের পরিবহনের জন্য বায়োনের ফৌজদারি আদালত ৪৯ বছর বয়সি এক স্থানীয় রাখালকে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল।
বাস্ক কান্ট্রির অভিবাসন রুটটি স্পেন থেকে আসা অভিবাসীদের কাছে ফ্রান্স বা উত্তর ইউরোপে পৌঁছানোর জন্য খুবই জনপ্রিয়।
কিন্তু সীমান্তের বর্ধিত সামরিকীকরণ নির্বাসিতদের ঝুঁকিপূর্ণ পথে যেতে বাধ্য করছেন। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে বিদোসোয়া নদী পার হওয়ার চেষ্টা করেন।
এমএইউ/এআই