ইটালির ক্রোতোনের কাছে স্টেচাতো ডি কুত্রোতে একটি অভিবাসী জাহাজজুবির পরে উদ্ধারকারীরা ৷  ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারির ঘটনা৷ছবি: রয়টার্স/রেমো ক্যাসিলি
ইটালির ক্রোতোনের কাছে স্টেচাতো ডি কুত্রোতে একটি অভিবাসী জাহাজজুবির পরে উদ্ধারকারীরা ৷ ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারির ঘটনা৷ছবি: রয়টার্স/রেমো ক্যাসিলি

লিবিয়া থেকে ইটালি আসার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাডুবির ঘটনায় ৩০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ইটালির উপকূলরক্ষী বাহিনী। রোববার মধ্য ভূমধ্যসাগরে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়ার দক্ষিণ অঞ্চল কাছাকাছি জাহাজডুবির মাত্র কয়েক সপ্তাহ পরে ফের এই নৌকাডুবির ঘটনা ঘটলো। ক্যালাব্রিয়ার ঘটনায় ৭৯ জনের মৃত্যু হয়।

অ্যালার্ম ফোন নামের একটি দাতব্য সংস্থার কাছে অভিবাসীদের দুর্দশাগ্রস্ত জাহাজের খবর এসে পৌঁছেছিল। তারা জানিয়েছে, কমপক্ষে ৩০ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। তারা অভিযোগ এনেছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও ইটালি উপকূলরক্ষী বাহিনীকে উদ্ধারকাজে পাঠায়নি। শনিবার সতর্ক করা হয় যে অভিবাসীদের এই নৌকাটি লিবিয়া থেকে আসার পথে সমস্যায় পড়েছে।

রোববার একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইটালি কর্তৃপক্ষ উদ্ধারকাজ এড়াতে চেয়েছিল। তারা চেয়েছিল যাতে ইটালিতে অভিবাসীদের নিয়ে আসতে দেরি হয়। ফলে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী এসে অভিবাসীদের জোর করে ফিরিয়ে নিতে পারবে।''

ইটালির উপকূলরক্ষীবাহিনী জানিয়েছে, ইটালীয় অনুসন্ধান এবং উদ্ধার এলাকার বাইরে (এসএআর) নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে। মন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, ''নৌকাডুবি এড়াতে রোমের পক্ষে যা যা করা সম্ভব, সব ব্যবস্থাই নেয়া হয়েছে।’’

তিনি দৈনিক ইল মেসাগেরোকে সোমবার বলেছেন, "আমরা সবসময় বলে আসছি, সমুদ্রে চলাচলের অযোগ্য জলযান প্রস্থান অর্থাৎ ডিপারচার বন্ধ করা প্রয়োজন। আমার কাছে মনে হচ্ছে উপকূলরক্ষী বাহিনী, আমাদের নৌবাহিনী এবং আমাদের ফিনান্স পুলিশ যা করছে তা প্রশংসার যোগ্য।"  

তার কথায়, ইউরোপীয় কমিশনের পাশাপাশি রোমও লিবিয়াকে আরো টহলদারি নৌকা সরবরাহ করছে।

ইটালির উপকূলরক্ষী বাহিনী বিবৃতিতে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের বাণিজ্যিক জাহাজ এবং আকাশযানের মাধ্যমে রোববার অনেক রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলে।

অভিবাসীদের আগমন বৃদ্ধি

রোববার মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট করেছে যে বিভিন্ন সূত্র অনুযায়ী নৌকাটি

ইটালি আসছিল। বেনগাজি থেকে ১১০ মাইল উত্তর-পশ্চিমে সেটি উল্টে যায়।

একটি বাণিজ্যিক জাহাজ দিয়ে প্রাথমিক উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে খারাপ আবহাওয়ার কারণে লিবিয়ার কর্তৃপক্ষ রোমের কাছে সাহায্য চেয়েছিল। ইটালির উপকূলরক্ষীরা একটি বিবৃতিতে বলেছেন, লিবিয়া জানিয়েছিল, তাদের উদ্ধার করার উপায়ের অভাব ছিল।

রোম তখন সেখানকার বাণিজ্যিক জাহাজকে উদ্ধারকাজে যোগদানে অনুরোধ করে। তবে অন্য জাহাজে

অভিবাসীদের স্থানান্তর করতে করতে নৌকাটি ডুবে যায়।

সমুদ্রে অভিবাসীদের উদ্ধারে রোমের সক্ষমতার বিষয়টি গত মাসের জাহাজডুবির পর যাচাই-বাছাই করা হয়েছে। সমস্যাটি দক্ষিণপন্থি সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। কারণ গত অক্টোবরে সরকার অভিবাসীদের আগমন রোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

চলতি বছরের ১০ মার্চের হিসাবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এবছর ইতোমধ্যে ইটালিতে ১৭ হাজার ৬০০ জন অনিয়মিত অভিবাসী এসেছেন, ২০২২ সালে সংখ্যাটা ছিল ছয় হাজার।

বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নবনির্বাচিত নেতা এলি শ্লাইন বলেন, ‘‘জাহাজডুবির ঘটনা ইউরোপ এবং ইটালির জন্য লজ্জাজনক।’’ 

রোমে পিডি নেতৃত্বের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

উপকূলরক্ষী জানিয়েছে, শনিবার ইটালির দক্ষিণে তিনটি অভিযানে এক হাজার ৩০০ জনের বেশি

অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। সিসিলি থেকে আরো ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।


আরকেসি/এআই (রয়টার্স) 

 

অন্যান্য প্রতিবেদন