এজিয়ান সমুদ্রে মাঝে মাঝেই অভিবাসীদের নৌকাডুবিতে প্রাণহানীর ঘটনার ঘটে (প্রতীকী ছবি) | ছবি: এএফপি
এজিয়ান সমুদ্রে মাঝে মাঝেই অভিবাসীদের নৌকাডুবিতে প্রাণহানীর ঘটনার ঘটে (প্রতীকী ছবি) | ছবি: এএফপি

তুর্কি উপকূলরক্ষীরা জানিয়েছেন যে ৩১ যাত্রীসহ শনিবার তুরস্ক উপকূলে দুর্ঘটনার শিকার একটি নৌকার পাঁচ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে সক্ষম হয়েছেন তারা৷

এছাড়া অর্ধনিমজ্জিত নৌকাটি থেকে ১১ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে৷ আর গ্রিক উপকূলরক্ষীরা এজিয়ান সমুদ্রের ফার্মাকোনিসি দ্বীপে পাঁচ অভিবাসীর সন্ধান পেয়েছেন৷ তারা সবাই সুস্থ আছেন৷  

তুর্কি উপকূলরক্ষীরা স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে সাগরে নৌকাটির উপস্থিতির কথা জানার পর পদক্ষেপ গ্রহণ করেন৷ অর্ধনিমজ্জিত নৌকাটি থেকে উদ্ধারকৃত ১১ জনের মধ্যে একটি শিশুও রয়েছে৷ 

উদ্ধারকৃত অভিবাসীরা জানিয়েছেন যে নৌকাটিতে মোট ৩১ জন যাত্রী ছিলেন৷ 

নিখোঁজ বাকি যাত্রীদের সন্ধানে বিরুপ আবহাওয়ার মধ্যেও রোববার অভিযান পরিচালনা করেছেন উপকূলরক্ষীরা৷ 

ফার্মাকোনিসি দ্বীপটি তুরস্কের দক্ষিণপশ্চিমের উপকূলীয় শহর ডিডিম থেকে ১২ মাইল দূরে অবস্থিত৷  

এই দুর্ঘটনার দুই সপ্তাহ আগে তুরস্ক থেকে ইটালিগামী একটি নৌকা দুর্ঘটনায় অন্তত ৭৯ অভিবাসী প্রাণ হারান৷ সেই ঘটনায় ৮০ জনকে উদ্ধার সম্ভব হলেও এখনো কতজন নিখোঁজ রয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি৷ 

এদিকে, শুক্রবার থেকে ভূমধ্যসাগরে তিনটি পৃথক অভিযানে তেরোশোর বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইটালি৷ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা ক্রমশ বাড়ছে৷ 

এআই/আরকেসি (রয়টার্স)

 

অন্যান্য প্রতিবেদন