আফগানিস্তানে মাধ্যমিকস্তর এবং পরবর্তী শিক্ষাগ্রহণের অধিকার নেই নারীদের৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পর তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আফগান মেয়েদের রুয়ান্ডায় স্থানান্তরিত করাকে সমর্থন করছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।
নিষেধাজ্ঞার পরে রুয়ান্ডায় স্থানান্তরিত হতে বাধ্য হয় কাবুলে অবস্থিত আফগান অল-গার্লস বোর্ডিং স্কুলের ছাত্রীরা৷ আফগানিস্তানের এই স্কুল অফ লিডারশিপ (এসওএলএ বা সোলা) প্রথম এবং একমাত্র স্কুল যেটি আফগান মেয়েদের মাধ্যমিকস্তরের শিক্ষা গ্রহণের জন্য একটি নিরাপদ আশ্রয় দিয়েছে৷ যাদের লক্ষ্য, পরবর্তী প্রজন্মের নারী নেত্রী তৈরি করাআইওএম মহাপরিচালক আন্তোনিও ভিতোরিনো বলেছেন, “এই ধরনের প্রতিকূলতার মুখে আফগান নারী ও মেয়েদের শক্তি, কষ্টত্যাগ আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে, বিনয়ী করে তোলে।’’
তার কথায়, "এই উদ্যোগ আমাদের মনে আশা জোগাচ্ছে৷ আফগানিস্তানের নারীদের অবদানকে স্বীকৃতি দিতে সে দেশের নারী ও মেয়েদের প্রতি আমাদের সমর্থন বজায় রাখতে হবে।"রুয়ান্ডায় ছাত্রীদের নিয়ে আসা হয়েছে আইওএম এবং সোলার মধ্যে একটি চুক্তি অনুযায়ী৷ এর ফলে আফগানিস্তানের বাইরের দেশ থেকেও নিরাপদে পড়ুয়ারা রুয়ান্ডার সোলা ক্যাম্পাসে আসতে পারে৷
এ পর্যন্ত আসা পড়ুয়াদের আইওএম কর্মীরা সহায়তা করেছে এবং সোলা ক্যাম্পাসে নিয়ে গিয়েছে। পড়ুয়াদের নিয়ে যাওয়া আইওএমের একজন কর্মী বলেছেন, “শিক্ষার্থীরা তাদের স্কুলে যেতে পেরে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছিল। বিমানে ওঠার পর সবথেকে খুদে ছাত্রীকে পাইলটের টুপি এবং সানগ্লাস দেওয়া হয়। সে খুব উত্তেজিত ছিল৷ খুব আনন্দ পেয়েছিল৷ সে গোটা যাত্রাপথে ওই টুপি পরেছিল৷ আমাকে ও বলেছিল, বড় হয়ে একজন পাইলট হতে চায়৷”
আইওএম এবং সোলার চুক্তি নিয়ে সোলার প্রতিষ্ঠাতা শাবানা বাসিজ-রাসিখ বলেছেন, “২০২৩ সালের মার্চে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ার নিষেধাজ্ঞার এক বছর হলো৷ তালেবান বিশ্বাস করে ষষ্ঠ শ্রেণীর পরে মেয়েদের পড়াশোনা করার অধিকার নেই৷ এটা আমার কাছে অবিশ্বাস্যভাবে অর্থবহ যে আফগান ছাত্রীরা এখন তাদের শিক্ষা অর্জনের জন্য রুয়ান্ডায় পর্যন্ত আসছে৷ আমাদের স্কুলে তাদের নিরাপদে পৌঁছাতে সাহায্য করার জন্য আমি আইওএমের কাছে কৃতজ্ঞ৷ আফগানিস্তানের এই ছাত্রীরা ভবিষ্যতে এমন একজন মানুষ হবে, যারা আফগানিস্তান পুনর্গঠনে সাহায্য করবে, নেতৃত্ব দেবে।
নতুন শিক্ষার্থীরা সোলায় তাদের সহপাঠীদের সঙ্গে যোগ দিচ্ছে, যাদের রুয়ান্ডা সরকার ২০২১ সালের আগস্টে স্বাগত জানিয়েছে। আইওএম আরো আফগান পড়ুয়াদের সোলায় স্থানান্তরিত করতে সাহায্য করবে বলে জানিয়েছে৷
আরকেসি/এআই (আইওএম)