অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তরে পরিবহন খাতে ৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ করছে যুক্তরাজ্য। ছবি: ভিক্টোরিয়া জোন্স/পিকচার অ্যালায়েন্স/ডিপিএ/এমপিকস
অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তরে পরিবহন খাতে ৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ করছে যুক্তরাজ্য। ছবি: ভিক্টোরিয়া জোন্স/পিকচার অ্যালায়েন্স/ডিপিএ/এমপিকস

অভিবাসীদের চার হাজার মাইল দূরের রুয়ান্ডায় স্থানান্তরে উদ্যোগ নিয়েও এখনো সফল হয়নি যুক্তরাজ্য৷ আইনি বাধার মুখে পড়ে অভিবাসী স্থানান্তরে একটি ফ্লাইটও পরিচালনা করতে পারেনি দেশটি৷ এর মধ্যেই অভিবাসী পরিবহনে তিন বছরের একটি চুক্তিতে যাচ্ছে তারা৷ যার সম্ভাব্য ব্যয় ৯৫ মিলিয়র ডলার৷

গত বছর, ১২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে হাজার হাজার অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানোর চুক্তিতে সম্মত হয়েছিল ব্রিটেন৷ কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত আইনি বাধার মুখে পড়ে৷ তাই অভিবাসীদের নিয়ে একটি ফ্লাইটও পরিচালনা করা সম্ভব হয়নি৷

আরো পড়ুন: যুক্তরাজ্যে নতুন আইন, অভিবাসনপ্রত্যাশীরা হবেন ‘অপরাধী’

এই অবস্থার মধ্যেই অভিবাসী পরিবহনে নতুন একটি দরপত্র আহ্বান করেছে যুক্তরাজ্য৷ ৮ মার্চে আহ্বান করা দরপত্রটি খতিয়ে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স৷ 

তারা বলছে, এটি অভিবাসন ও অর্থনৈতিক উন্নয়নে অংশীদারত্ব (এমইডিপি) এবং অন্যান্য অভিবাসন পরিষেবায় দেশে এবং দেশের বাইরে পরিবহন সংক্রান্ত চুক্তি৷

আরো পড়ুন: অনিয়মিত অভিবাসন: প্যারিসকে ৫৪ কোটি ইউরো দেবে লন্ডআরো পড়ুন:

সম্ভাব্য তিন বছরের এই চুক্তির আনুমানিক ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৮০ লাখ বা ৯ কোটি ৫০ লাখ ডলার৷ এখন পর্যন্ত ব্রিটেনের সঙ্গে একমাত্র রুয়ান্ডার এমইডিপি রয়েছে৷ তাই অনেকটা নিশ্চিত হয়ে বলা যায়, ব্রিটেনের অভিবাসীদের রুয়ান্ডার স্থানান্তরের জন্য এই দরপত্রটি ডাকা হয়েছে৷

আশ্রয়প্রার্থীর বয়স মূল্যায়নে সমাজকর্মীদের কাজ করা উচিৎ নয়: ব্রিটিশ পেশাদার সংস্থা

গত বছর রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশী ছোট নৌকায় নিয়ে এসেছেন ব্রিটেনে৷ সংখ্যাটি ছিল ৪৫ হাজার৷ এরপর দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, এই সংকটের সমাধান খুঁজে বের করা সরকারের শীর্ষ অগ্রাধিকারের একটি। কারণ আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্য সরকার বছরে দুই বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ ব্যয় করে৷

টিএম/আরআর (রয়টার্স)

 

অন্যান্য প্রতিবেদন