তালেবানের ক্ষমতা দখলের পর আফগান নারী ফুটবলারদের অনেকে যুক্তরাজ্যে আশ্রয় নেন৷ ফাইল ফটো৷ আনা ব্রিগিডা/এপি ফটো/পিকচার অ্যালায়েন্স৷
তালেবানের ক্ষমতা দখলের পর আফগান নারী ফুটবলারদের অনেকে যুক্তরাজ্যে আশ্রয় নেন৷ ফাইল ফটো৷ আনা ব্রিগিডা/এপি ফটো/পিকচার অ্যালায়েন্স৷

যুক্তরাজ্য সরকারের বিতর্কিত অভিবাসন নীতির সমালোচনা করে দেশটির সংবাদ মাধ্যম বিবিসির চাকরি হারিয়েছিলেন সাবেক ফুটবল তারকা গ্যারি লিনেকার৷ তাতে সমালোচিত হয়েছিল সংবাদমাধ্যমটি৷

এবার শরণার্থী ইস্যুতে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেও সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যের এই গণমাধ্যমটি৷

তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া একদল আফগান নারী ফুটবলারকে ‘মিথ্যা ফুটবলার’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি৷ শুক্রবারের এই প্রতিবেদন নিয়ে আবারো তোপের মুখে পড়েছে বিবিসি৷

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই নারী ফুটবলারদের অনেকেই আফগানিস্তানে প্রথম সারির ফুটবল খেলোয়ার নন৷ ভিসা ফর্মে ভুল তথ্য দিয়ে তারা যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি৷

২০২১ সালে তালেবান ক্ষমতায় এলে দেশ ছাড়েন অনেকেই৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়েন অনেক নারীও৷ ওই সময় আফগানিস্তানের একশ ৩০জন নারী ফুটবলার ও তাদের পরিবারকে আশ্রয় দেয় পর্তুগাল৷ দেশ ছাড়তে চাওয়া এই নারীদের ভিসা দেয় যুক্তরাজ্য৷ পর্তুগাল থেকে পাকিস্তান হয়ে যুক্তরাজ্যে আসেন তারা৷

পড়াশোনা চালিয়ে যেতে রুয়ান্ডায় স্থানান্তরিত আফগান মেয়েরা: আইওএম

কিন্তু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছেন তাদের কেউ কেউ৷ 

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মিথ্যা তথ্য দেওয়া ১৩জন ফুটবলারকে চিহ্নিত করা গেছে৷ ওই ১৩ জন জাতীয় দলের বা আঞ্চলিক কোনো দলের খেলোয়াড় না হয়েও, ভিসা ফর্মে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় দিয়েছে৷

নাম উল্লেখ করে বিবিসির প্রতিবেদন প্রকাশের পরে ক্ষুব্ধ হয়েছেন ওই নারী শরণার্থীদের অনেকে৷ তাদের দাবি, এর ফলে আফগানিস্তানে থাকা অন্য নারী ফুটবলারদের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে৷

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল বলেন, ‘‘এই প্রতিবেদন প্রকাশ করার পর আমি আফগানিস্তানে ও আফগানিস্তানের বাইরে থাকা নারীদের বিষয়ে উদ্বিগ্ন৷ প্রতিবেদনটিতে যেভাবে ‘প্রকৃত খেলোয়াড়েরা’ আফগানিস্তানে রয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে সেটি তালেবনকে তাদের খুঁজে বের করার জন্য প্ররোচনা দিচ্ছে৷’’

আফগান নারী হলেই শরণার্থী মর্যাদার যোগ্য: ইইউ সংস্থা

অনুমতি না নিয়ে নাম প্রকাশ করার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে৷ বিবিসির ওই প্রতিবেদনটির পরিপ্রেক্ষিতে এক নারী ফুটবলার বলেন, ‘‘আমি এখানে (যুক্তরাজ্যে) একাই এসেছি৷ আমার পরিবার, বন্ধুদের ফেলে এখানে এসেছি শুধু ফুটবল খেলার জন্য৷’’

আরআর/টিএম (দ্য গার্ডিয়ান, আরব নিউজ)

 

অন্যান্য প্রতিবেদন