অনিয়মিত অভিবাসন বন্ধে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করতে সম্মত হয়েছে ইটালি ও মিশর।
অনিয়মিত পথে আসা অভিবাসনপ্রত্যাশীদের ঠেকানো এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বাড়ানোর লক্ষ্য নিয়ে মিশরের রাজধানী কায়রো সফর করেছেন ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। গেল সপ্তাহে কায়রোতে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তৌফিকের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
আরো পড়ুন: লিবিয়ায় অবর্ণনীয় নির্যাতনের শিকার অভিবাসনপ্রত্যাশীরা
১৬ মার্চ দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে সহযোগিতার লক্ষ্যে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনে সম্মত হয়েছে ইটালি এবং মিশর। এমনকি অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে আফ্রিকান পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও একটি প্রোটোকলে সই করে দুই দেশ।
অভিবাসন ইস্যুতে মিশরের ভূমিকায় সন্তুষ্ট ইটালি
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “সাক্ষাতকালে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। অভিন্ন স্বার্থ ইস্যুতে নিরাপত্তাখাতে নতুন প্রযুক্তিগত সুবিধা বিনিময় নিয়ে আলোচনা করে দুই দেশ।”
আরো পড়ুন: অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের জন্য অভিভাবক খুঁজছে ইটালি
অনিয়মিত অভিবাসনের আড়ালে সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার বিশেষ প্রশংসা করেন ইটালির মন্ত্রী।
রোমের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কায়রো
মাহমুদ তৌফিক বলেন, “মিশর এবং ইটালির সরকার এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইটালীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে।”
আরো পড়ুন: ৫৪ দিনে ঝুঁকি নিয়ে ইটালিতে ৪৪৭ বাংলাদেশি
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “দুই দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষায় ইটালির সঙ্গে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
টিএম/এমএইউ (আনসা)