দ্য ওশান ভাইকিং রিপোর্ট করেছে যে  তাদের উদ্ধার  করা অভিবাসীদের অনেকেই মানবপাচারের শিকার৷ ছবি: পিকচার অ্যালায়েন্স
দ্য ওশান ভাইকিং রিপোর্ট করেছে যে তাদের উদ্ধার করা অভিবাসীদের অনেকেই মানবপাচারের শিকার৷ ছবি: পিকচার অ্যালায়েন্স

আলজেরিয়ার মাধ্যমে ইউরোপে মানবপাচারের কুখ্যাত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আলজেরীয় পুলিশ৷ স্থানীয় গণমাধ্যম বুধবার এ কথা জানিয়েছে৷

আলজেরিয়ার গণমাধ্য়মের প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠিত অপরাধ মোকাবেলায় বিশেষজ্ঞ সংস্থাটি এই মানবপাচার চক্র ভেঙে দিয়েছে৷ সিরিয়া এবং লেবাননের পাচারকারী গ্রুপের সঙ্গে জড়িত সন্দেহে নয়জন সিরীয় এবং ছয়জন আলজেরীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাখ লাখ সিরীয় ১২ বছর ধরে যুদ্ধের কারণে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন৷ প্রায় দশ লাখ সিরীয় বর্তমানে জার্মানিতে রয়েছেন। দেশের অর্থনৈতিক সংকটের ফলে লেবানন ছেড়ে ইউরোপে পাড়ি দিয়েছেন অসংখ্য নাগরিক৷

সংবাদমাধ্যম এন্নাহার অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ মাস ধরে পাচার সংক্রান্ত এসব ঘটনা তদন্তের সময়, আলজেরিয়ার পুলিশ লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে অভিবাসীদের পাচার করার একটি বড়সড় চক্রের হদিস পায়৷ 

এন্নাহার বলছে, অভিবাসীদের সড়কপথে লিবিয়ার ঘাদামেস শহরে নিয়ে যাওয়ার কথা ছিল৷ যেখান থেকে মরুভূমির মধ্য দিয়ে আলজেরিয়ার দেবদেব পর্যন্ত দূরবর্তী পথে সীমান্ত অতিক্রম করানো হতো তাদের। শেষ পর্যন্ত অভিবাসীদের পশ্চিম আলজেরিয়ার ওরানে নিয়ে যাওয়ার কথা ছিল৷ সেখানেই গোপনে সমুদ্রপথে পারাপারের প্রস্তুতি নেয়া হতো৷ এর ফলে তারা ইউরোপে পৌঁছাতে পারবে এমনটাই বলা হয়েছিল৷

এই ধরনের পারাপারের ফলে প্রতি বছর হাজার হাজার অভিবাসী প্রাণ হারান৷ অনলাইন সংবাদমাধ্যমটি বলেছে, অভিবাসীদের ইউরোপে পৌঁছানোর জন্য বৈদেশিক মুদ্রায় "অতিরিক্ত" অর্থ দিতে বলা হয়। অভিযানের সময়, পুলিশ প্রায় নয় হাজার ইউরো এবং ১১ হাজার ডলারের নগদ অর্থ জব্দ করেছে বলে জানা গেছে।


আরকেসি/এআই (এএফপি)

 

অন্যান্য প্রতিবেদন