এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা৷ ফাইল ছবি: ফেটি বেলাইড, এএফপি
এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা৷ ফাইল ছবি: ফেটি বেলাইড, এএফপি

টিউনিশিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত ২৯ জন মারা গিয়েছেন৷ শনিবার রাতের এই দুর্ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ তাদের সবাই সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে টিউনিশিয়ার ন্যাশনাল গার্ড৷

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছাতে নৌকাটি নিয়ে রওনা হয়েছিলেন অভিবাসনপ্রত্যাশীরা৷ টিউনিশ ন্যাশনাল গার্ডের মুখপাত্র হোসামেদিন জেবাবলি জানিয়েছেন, শনিবার রাতে দুর্ঘটনার খবর পেয়ে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ এসময় আট জনের মরদেহ উদ্ধার করার কথাও জানান তিনি৷ 

পরদিন টিউনিশিয়ার জেলেরা আরো ১৯ জনের মরদেহ উদ্ধার করেছেন৷ তাদের সবাই ডুবে যাওয়ার নৌকাটির আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে টিউনিশ ন্যাশনাল গার্ড৷ হোসামেদিন জেবাবলি বলেন, এছাড়া টিউনিশিয়ার এসফ্যাক্স বন্দর থেকে আরো দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷

আরো পড়ুন: ৭৫০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ইটালির উপকূলরক্ষীর

ডুবে যাওয়া নৌকায় কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ 

অভিবাসন নিয়ে কাজ করা টিউনিশিয়ার একটি এনজিও জানিয়েছে, শুক্র ও শনিবারে এসফ্যাক্স বন্দরে অন্তত পাঁচটি নৌকা দুর্ঘটনার শিকার হয়েছে৷ এখন পর্যন্ত ৬৭ জনের কোনো হিসাব পাওয়া যায়নি বলেও জানিয়েছে এনজিওটি৷

আরো পড়ুন: ইটালিতে নৌকাডুবি: বেঁচে ফেরা ব্যক্তিদের অর্থ ‘পরিশোধে’ চাপ পাচারকারীদের

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম জানিয়েছে, অভিবাসনের ক্ষেত্রে গোটা বিশ্বে সবচেয়ে বিপজ্জনক পথ হচ্ছে কেন্দ্রীয় ভূমধ্যসাগর৷ এটা জেনেও দারিদ্র ও সংঘাত এড়িয়ে উন্নত জীবনের খোঁজে অনেকেই টিউনিশিয়ার উপকূল ছেড়ে ইউরোপে পথে পা বাড়ায়৷ যাদের অনেকেই এসেছেন সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে৷

আরো পড়ুন: ভূমধ্যসাগরে নৌকাডুবি, মৃত পাঁচ

টিউনিশিয়া সরকারের অভিবাসন বিরোধী অবস্থান স্পষ্ট হওয়ার পর থেকেই দেশটিতে থাকা অভিবাসীদের অনেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন৷ আবার অনেকে ইউরোপে আসার চেষ্টা করেছন৷

জাতিসংঘের দেওয়া তথ্য বলছে, এ বছর টিউনিশিয়ার উপকূল থেকে অন্তত ১২ হাজার অভিবাসন প্রত্যাশী ইটালি পৌঁছেছেন৷ একই সময়ের মধ্যে ২০২২ সালে এই সংখ্যাটি ছিল মাত্র এক হাজার ৩০০৷

আরো পড়ুন: তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবি: নিহত অন্তত চার

টিউনিশিয়ান ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক রাইটস, এ বছরের প্রথম তিন মাসে অন্তত ১৪ হাজার অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় আটকে দিয়েছে দেশটির উপকূলরক্ষীরা৷ একই সময়ের মধ্যে ২০২২ সালে এই সংখ্যাটি ছিল মাত্র দুই হাজার ৯০০৷

টিএম/আরআর (এপি, রয়টার্স)

 

অন্যান্য প্রতিবেদন