উদ্ধারকারী জাহাজ লুইস মিশেলকে আটক করেছে ইটালির উপকূলরক্ষীরা৷ ফাইল ছবি: লুইস মিশেল/টুইটার
উদ্ধারকারী জাহাজ লুইস মিশেলকে আটক করেছে ইটালির উপকূলরক্ষীরা৷ ফাইল ছবি: লুইস মিশেল/টুইটার

ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের জীবন রক্ষায় কাজ করা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) একটি জাহাজ আটক করার দুই দিনের মধ্যে আরো একটি উদ্ধারকারী জাহাজকে আটক করেছে ইটালি৷

ইটালীয় উপকূলরক্ষীরা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আটক করা জাহাজটি লুইস মিশেল নামে পরিচিত৷

ইটালি সরকারের বেধে দেওয়া নিয়ম অমান্য করার অভিযোগে উদ্ধারকারী জাহাজটিকে শনিবার ইটালির লাম্পেদুসায় আটক করা হয়৷ গোলাপী রঙের জাহাজটির পরিচালনা করে জার্মান দাতব্য সংস্থা লুইস মিশেল৷ 

টুইটারে লুইস মিশেলের এক নাবিক জানিয়েছেন, ‘‘এখন এখানে অনেকগুলো নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে৷ কিন্তু তাদের সহযোগিতায় যে আমরা এগিয়ে যাবে, তা হচ্ছে না৷ কারণ, আমাদের বাধা দেওয়া হচ্ছে৷ এটা অগ্রহণযোগ্য!’’

আরো পড়ুন: ভূমধ্যসাগরে বাধার মুখে উদ্ধারকারী দল

ইটালীয় উপকূলরক্ষীদের পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ার জলসীমায় একটি উদ্ধার অভিযান পরিচালনার পর লুইস মিশেলকে ট্রাপানি বন্দরে নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ ‘‘কিন্তু লুইস মিশেল সেই নির্দেশ অমান্য করে অন্য তিনটি অভিবাসী নৌকার দিকে চলে গিয়েছিল৷’’

কট্টর ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর উদ্ধারকারী জাহাজগুলোর অভিযান পরিচালনায় নতুন নিয়ম প্রণয়ন করে ইটালি৷ নতুন নিয়ম অনুযায়ী, একটি উদ্ধার অভিযান শেষ করার পর উদ্ধারকারী জাহাজগুলোকে কর্তৃপক্ষ মনোনীত বন্দরে ফিরে যেতে হবে৷

আরো পড়ুন: উদ্ধার-জাহাজের প্রতি আরো কঠোর ইটালি

এমন নিয়ম চালুর পর থেকেই ইটালীয় সরকারের সমালোচনায় মুখর এনজিওগুলো৷ তারা বলছে, ইটালি সরকারের এই নিয়ম ‘আন্তর্জাতিক সামুদ্রিক, মানবাধিকার এবং ইউরোপীয় আইনের বিরোধী’ এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়৷

অনিয়মিত অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ২০২২ সালে শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই অনিয়মিত অভিবাসন বন্ধে এবং অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজগুলোকে নিয়ন্ত্রণ করতে নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে জর্জা মেলোনির নেতৃত্বাধীন ইটালি সরকার৷

আরো পড়ুন: ইটালি সরকারের পদক্ষেপ রোধে লড়াই চলবে: এনজিও জোট

মেলোনি সরকারের দাবি, উদ্ধারকারী জাহাজগুলো অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করছে এবং মানবপাচারকারীদের সহযোগিতা করছে৷ তবে, ভূমধ্যসাগরের বিপদসংকুল পথ পাড়ি দিয়ে আসা বিপদগ্রস্ত ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ক্ষুদ্র একটি অংশের জীবন রক্ষায় এগিয়ে আসতে পারে এসব উদ্ধারকারী জাহাজ৷

সংঘাত, ক্ষুধা, দারিদ্র্য এড়িয়ে উন্নত জীবনের খোঁজে যারা ইউরোপে পাড়ি জমাতে চায়, তাদের বেশিরভাগই ছোট্ট নৌকায় গাদাগাদি করে ভূমধ্যসাগর পাড়ি দেয়৷ এসব মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষায় কাজ করে এই উদ্ধারকারী জাহাজগুলো৷

আরো পড়ুন: ইটালি সরকারের বিতর্কিত ‘ডিক্রি’ বেআইনি: আদালত

জাতিসংঘের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের অনুমান, ২০২২ সালে ভূমধ্যসাগরে এক হাজার ৪১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন৷

টিএম/আরআর (ডিপিএ)

 

অন্যান্য প্রতিবেদন