ভূমধ্যসাগরে সাম্প্রতিক সময়ে কয়েকটি নৌকাডুবি এবং শতাধিক মানুষের মৃত্যুর পরেও ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামানো যাচ্ছে না৷
মৃত্যুর ঝুঁকি জেনেও ইটালির উপকূলের দিকে ছুটছেন তারা৷ শুক্র এবং শনিবার মিলিয়ে দুই দিনে অন্তত তিন হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছেন ইটালির লাম্পেদুসায়৷
দেশটির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, শনিবার লাম্পেদুসা পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল এক হাজার ৩৮৭৷ আর শুক্রবার সেই সংখ্যাটি ছিল এক হাজার ৭৭৮ জন৷ এ
সব অভিবাসীদের মধ্যে আছে শিশুরাও৷ তাদের সবাই নৌকা নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লাম্পেদুসা উপকূলে পৌঁছেছেন৷
আরো পড়ুন: ৭৫০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ইটালির উপকূলরক্ষীর
সবমিলিয়ে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইটালিতে গত বছরের তুলনায় এ বছর অভিবাসীর সংখ্যা এখন পর্যন্ত তিনগুণ বেশি নিবন্ধন করা হয়েছে। চলতি বছরে, এখন পর্যন্ত শুধু নৌকা করে ইটালি এসেছেন ২১ হাজার অভিবাসী৷ শেষ দুই বছরে এই সংখ্যা ছিলো ছয় হাজারের মতো৷
শনিবার ভোরে সাতটি নৌকায় ইটালিতে আসেন ২৬৭ জন অভিবাসনপ্রত্যাশী৷ একটি উদ্ধারকারী জাহাজ এবং ইটালীয় উপকূলরক্ষীরা মিলে সাতটি নৌকার মধ্যে ছয়টির যাত্রীদের উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে আসেন৷
আরো পড়ুন: টিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ২৯, জীবিত উদ্ধার ১১
আনসা জানিয়েছে, শনিবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে আসার পথে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে আসে ইটালীয় উপকূলরক্ষী৷
অপরদিকে, টিউনিশিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত ২৯ জন মারা গিয়েছেন৷ শনিবার রাতের এই দুর্ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ তাদের সবাই সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে টিউনিশিয়ার ন্যাশনাল গার্ড৷
ভূমধ্যসাগরে একটি যৌথ ইউরোপীয় অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মিনিনো৷
আরো পড়ুন: ফের উদ্ধারকারী জাহাজ আটক করেছে ইটালি
আনসাকে তিনি বলেন, ‘‘ভূমধ্যসাগরে যে একটি জরুরি অবস্থা বিরাজ করে এটি ইউরোপ এবং ইটালিকে বুঝতে হবে৷ কারণ এখানে নারী, শিশু এবং পুরুষ—নির্বিশেষে সবার মৃত্যু অব্যহত রয়েছে৷’’
সিসিলি এবং উত্তর আফ্রিকার মধ্যে লাম্পেদুসার অবস্থান৷ টিউনিশিয়ান বন্দর নগরী এসফ্যাক্স থেকে এই উপকূলের দূরত্ব মাত্র ১৯০ কিলোমিটার৷ যার ফলে টিউনিশিয়া ও লিবিয়া থেকে ছোটো ছোটো নৌকা নিয়ে মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লাম্পেদুসা, মাল্টা, সিসিলি বা ইটালির মূল ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন অনেক অভিবাসনপ্রত্যাশীরা।
টিএ/আরআর (ডিপিএ, আনসা)