ইটালিতে কোটা পদ্ধতিতে বিদেশি নাগরিকদের চাকরির আবেদন শুরুর প্রথম ঘণ্টায় শূন্যপদের চেয়েও তিনগুণ বেশি আবেদন জমা পড়েছে৷
ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের জন্য কোটা পদ্ধতিতে ৮২ হাজার ৭০৫টি শূন্য পদে চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ দেয় ইটালি সরকার৷ সোমবার থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷
আরো পড়ুন: ইটালি: ২০২৩ সালে মৌসুমি ও স্পনসর ভিসার ডিক্রি ঘোষণা
প্রথম দিনেই শূন্যপদের বিপরীতে তিন গুণের বেশি আবেদন জমা পড়েছে৷ প্রথম ঘণ্টায় মোট দুই লাখ ৩৮ হাজার ৩৩৫জন প্রার্থী আবেদন করেছেন৷ সন্ধ্যা হতেই এই সংখ্যা দুই লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে৷
সংকটে ইটালির কৃষি
ইটালির কৃষিখাতে শ্রম ঘাটতি প্রসঙ্গে দেশটির শ্রমমন্ত্রী এলভিরা ক্যালডেরোনে বলেছেন, ‘‘সরকার অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তা করছে৷ আমরা একটি বড়সড় পরিকল্পনার কথা ভাবছি৷’’
নতুন করে কোটার অনুমতি দিতে এর মধ্যেই সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কলডিরেটি ফার্মারস অ্যাসোসিয়েশন৷ তারা জানিয়েছে, কৃষিখাতে শ্রম ঘাটতি পূরণে অন্তত এক লাখ কর্মী প্রয়োজন৷
সংগঠনটির প্রেসিডেন্ট এত্তোরে প্রান্দিনি বলেন, বসন্ত শুরুর সঙ্গে সঙ্গে শ্রম ঘাটতি পূরণে অন্তত এক লাখ শ্রমিক প্রয়োজন রয়েছে৷ শ্রমিকের অভাবে গত বছর অনেক ফসল নষ্ট হয়েছে৷ এর প্রভাব এসব অঞ্চলের সাধারণ মানুষের জীবনেও পড়েছে৷’’
আরো পড়ুন: বছরে ৬০ হাজার কর্মী নেবে জার্মানি
ইটালির কৃষি প্রধান অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে শ্রম ঘাটতিতে ভুগছে ট্রেন্টিনো এবং ভেনেটো৷ এর সঙ্গে আছে ফ্রিউলি ভেনেৎসিয়া জুলিয়া, ল্যাৎসিও এবং ক্যাম্পানিয়া অঞ্চলের নাম৷
শ্রমমন্ত্রী ক্যালডেরোনে বলেন, আমাদের আরো জটিল বিষয়ের দিকেও নজর দিতে হচ্ছে৷ কারণ, শ্রম ঘাটতির চাহিদা ও যোগানের মধ্যে পার্থক্য শুধু অভিবাসন ব্যবস্থা এবং অভিবাসীদের কর্মসংস্থান পরিচালনার মধ্যে সম্পৃক্ত নয়৷ কারণ, যারা দেশের বাইরে থেকে আসবেন তাদের একীভূতকরণও বেশ গুরুত্বপূর্ণ৷
শ্রম ঘাটতি পূরণে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি-না তা নিয়েও ভাবা হচ্ছে বলে জানান ইটালীয় শ্রমমন্ত্রী৷
আরো পড়ুন: কর্মীর খোঁজে জার্মানি
চলতি বছরে অভিবাসী কর্মী আনতে ২০২২ সালে ইটালি সরকারের জারি করা ডিক্রিতে মেকানিক্স, টেলিকমিউনিকেশন এবং জাহাজ নির্মাণ শ্রমিকের কথা উল্লেখ করা হয়েছিল৷ একইসঙ্গে মৌসুমীকর্মী, লরি চালক, নির্মাণ শ্রমিক এবং হোটেল ও পর্যটন খাতের শ্রমিকের কথাও অন্তর্ভুক্ত ছিল।
সব আবেদন ইমিগ্রেশন অফিস যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারীকে ভিসা দেওয়া হবে৷
আরো পড়ুন: ইটালির ক্যালাব্রিয়ায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৬৫০ অভিবাসনপ্রত্যাশী
অনুমোদিত ডিক্রিটিতে তিন বছর মেয়াদি প্রোগ্রাম রয়েছে বলে জানিয়েছন শ্রমমন্ত্রী ক্যালডেরোনে৷ ইটালির শ্রমবাজারে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক অভিবাসীদের নিজ দেশে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিকে সেখানে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি৷
সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক লেফট (পিডি)৷ তারা বলছে, এটি সরকারের অদূরদর্শী চিন্তা এবং এর সঙ্গে বাস্তবতার কোনো ভিত্তি নেই৷
টিএম/এফএস (আনসা)