টিউনিশিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সপ্তাহান্তে অন্তত এক হাজার ২০০ অভিবাসনপ্রত্যাশী ইটালির ছোট্ট দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছেন৷ মারা গেছেন দুই জন৷ আর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৩ জন৷
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইটালির উপকূলরক্ষীরা জানিয়েছে, সমুদ্র একটু শান্ত হয়ে আসতেই দৌরাত্ম্য বেড়েছে অভিবাসী চোরাচালনকারীদের৷ সপ্তাহান্তে টিউনিশিয়া ছেড়ে আসা ৩৫টি নৌকার মধ্যে তিনটি নৌকা ডুবে গেছে৷
উপকূলরক্ষীদের দেয়া তথ্য অনুযায়ী, ইটালির লাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে তিন জন নিখোঁজ হয়েছেন৷
মাল্টার অনুসন্ধান-উদ্ধার এলাকায় আরো একটি নৌকাডুবির ঘটনা ঘটে৷ ওই ঘটনায় উদ্ধার পাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাদের হিসাবে অন্তত ২০ জন মানুষ নিখোঁজ হয়েছেন৷
নৌকাডুবির তৃতীয় ঘটনাটিও ঘটেছে মাল্টার অনুসন্ধান-উদ্ধার এলাকায়৷ ওই উদ্ধার অভিযানে অংশ নেয়া ইটালীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা একজন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছেন৷
আরো পড়ুন: ভূমধ্যসাগর হয়ে বিপজ্জনক অভিবাসন, বছরের প্রথম তিন মাসে মৃত্যু ৪৪১
সোমবার ইটালির নানা পত্রপত্রিকার খবরে বলা হয়েছে, লাম্পেদুসার কাছে ৩৪ অভিবাসী নিয়ে আসা বিপদগ্রস্ত একটি নৌকাকে উদ্ধার করে টিউনিশিয়ার মাছ ধরার একটি নৌকা৷ অভিবাসীবাহী ওই নৌকাতেও একজনের মরদেহ ছিল৷ পরে তাদের ইটালির উপকূলরক্ষীদের কাছে স্থানান্তর করা হয়৷
অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে উপকূলরক্ষীদের বিমান ও জাহাজ, সীমান্ত পুলিশ, ইউরোপীয় সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স এবং মানবিক সংস্থাগুলো আলাদা আলাদা ও কখনো সমন্বিতভাবে কাজ করেছে৷
সোমবার সকালেও লাম্পেদুসা বন্দরের কাছে অপেক্ষমাণ অনেক অভিবাসীকে দেখা গেছে৷ কারণ দ্বীপটির আশ্রয়কেন্দ্রে উপচে পড়া ভিড়৷ ফলে অনেক অভিবাসীকে শেষ পর্যন্ত সিসিলি বা ইটালির অন্য কোনো অঞ্চলে স্থানান্তর করা হতে পারে৷
চার দিন ধরে ভূমধ্যসাগর ছিল রুক্ষ৷ রোববার দিন অনেকটা শান্ত হয়ে আসে সাগরটি৷ ওইদিনই অন্তত ৬৪০ অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসায় পৌঁছেছেন৷ আর সোমবার পৌঁছেছেন কয়েক শতাধিক৷
গত সপ্তাহে, লাম্পেদুসা থেকে সিসিলি বা মূল ভূখণ্ডে অভিবাসীদের স্থানান্তরে বাণিজ্যিক ফেরি এবং সামরিক জাহাজ ব্যবহার করতে হয়েছে ইটালিকে৷ ওই সময় লাম্পেদুসার ৪০০ জনের অভিবাসী কেন্দ্রটি কিছুটা ফাঁকা করা হয়েছিল৷ তবে রোববার থেকে অনেক নৌকা আসার সঙ্গে সঙ্গে সেখানে অভিবাসীদের সংখ্যা দ্রুত বাড়ছে৷ ফলে দ্বীপ থেকে অভিবাসীদের স্থানান্তরের কথা ভাবছেন ইটালীয় কর্তৃপক্ষ৷
আরো পড়ুন: ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান সম্প্রসারণে জাতিসংঘের আহ্বান
সোমবার লিবিয়ার জলসীমায় থাকা একটি কাঠের নৌকা থেকে ৭৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস-এর উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস৷ এই ৭৫ অভিবাসীর মধ্যে ৪০ জন ছিলেন অপ্রাপ্তবয়স্ক৷
তবে উদ্ধার করা অভিবাসীদের এখনও নামাতে পারেনি জাহাজটি৷ সোমবার পর্যন্ত ইটালি কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় ছিলেন জাহাজটির উদ্ধারকর্মীরা৷ অতি-ডানপন্থি জর্জা মেলোনি সরকার অনেকদিন ধরেই সমুদ্রে উদ্ধারকারী জাহাজগুলোর কর্মসূচিকে সীমিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে৷
মেলোনি প্রশাসনের দাবি, উদ্ধারকারী জাহাজগুলো অভিবাসনপ্রত্যাশীদের নিরাপত্তা দিয়ে মূলত মানবপাচারকারীদের এবং অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে৷
এ বছর ইটালির উপকূল জুড়ে বেড়েই চলেছে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা৷ মৃত্যুর পরোয়া না করে, ইউরোপে কাজ করে জীবন পরিবর্তনের স্বপ্ন নিয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রার ঝুঁকি নিয়ে আসছেন তারা৷ ক্ষুধা, দারিদ্র, সহিংসতা, নিপীড়ন, যুদ্ধ থেকে পালিয়ে আসা এসব মানুষেরা মূলত লিবিয়া, টিউনিশিয়া ও তুরস্কের উপকূলে ভিড় করেন৷ সেখান থেকেই শুরু হয় ইউরোপমুখী যাত্রা৷
আরো পড়ুন: অভিবাসনপ্রত্যাশীদের চাপে ইটালিতে জরুরি অবস্থা
অভিবাসনপ্রত্যাশীদের চাপ সামাল দিতে দেশজুড়ে ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইটালি৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শুরু থেকে সোমবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ৩৬ হাজার ছয়শরও বেশি অভিবাসী ইটালি পৌঁছেছেন। গত দুই বছরের সঙ্গে তুলনা করলে দেখা যায় সংখ্যাটি প্রায় চার গুণ বেড়েছে৷
আগত অভিবাসীদের বেশিরভাগেরই আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করছে ইটালি৷ কারণ অভিবাসীরা দারিদ্র্য থেকে পালিয়ে এসেছেন, যুদ্ধ বা নিপীড়ন থেকে নয়৷ তবে, হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি থাকায় আশ্রয় আবেদন বাতিল হলেও অভিবাসীরা বছরের পর বছর ধরে আইনি জটিলতা নিয়ে ইটালিতে অবস্থান করতে পারেন৷ এসময় অভিবাসীদের অনেকে উত্তর ইউরোপীয় দেশগুললোতে যাওয়ার চেষ্টা করেন৷
আরো পড়ুন: অভিবাসন ইস্যুতে আরো কঠোর হচ্ছে ইটালি, উচ্চকক্ষে বিল পাশ
অভিবাসীদের উপচে পড়া ভিড় সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে অভিবাসী গ্রহণে প্রস্তাব দিয়ে আসছে ইটালি৷ কিন্তু সেই আবেদনের কোনো কূলকিনারা হয়নি৷ ইউরোপীয় পার্লামেন্ট অবশ্য বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে৷ চলতি বছরের মধ্যে আলোচনা শেষ করে, আগামী নির্বাচনের আগেই অভিবাসন নীতি প্রণয়ন করতে চায় ইউরোপীয় পার্লামেন্ট৷
টিএম/আরকেসি (এপি, ডিপিএ)