ইউনিয়ন ফর দ্য মেডিটেরানিয়ান এর মহাসচিব মিশরীয় কূটনীতিক নাসের কামেল| ছবি: আর্কাইভ/ইপিএ/অ্যাঞ্জেল দিয়াজ
ইউনিয়ন ফর দ্য মেডিটেরানিয়ান এর মহাসচিব মিশরীয় কূটনীতিক নাসের কামেল| ছবি: আর্কাইভ/ইপিএ/অ্যাঞ্জেল দিয়াজ

ভূমধ্যসাগর ইউনিয়ন এর মহাসচিব নাসের কামেল অভিবাসনের বিষয়ে একটি সমন্বিত ইউরোপীয় কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভূমধ্যসাগরের দুই পাড়ের প্রতিবেশীদের অর্থনৈতিক একীকরণের লক্ষ্যে কাজ করা উচিত বলেও মনে করেন তিনি।

কামেল বলেন, ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূল থেকে উত্তর দিকে অভিবাসন ঢল নিয়ন্ত্রণে ইউরোপের কেবল নিজের সীমান্তে ‘‘নিয়ন্ত্রণ আরোপ এবং পুলিশ মোতায়েন‘‘ করছে। তবে এই কৌশল কার্যকর নয় বলে ইটালির বার্তাসংস্থা আনসাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইউনিয়নের মহাসচিব নাসের কামেল।

তিনি বলেন, এই অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি অনিয়মিত অভিবাসন। আর এটিকে মোকাবেলা করার জন্য ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলের প্রতিবেশীদের সঙ্গে ‘‘অর্থনৈতিক একীকরণের‘‘ লক্ষ্যে কাজ করা উচিত।

সাক্ষাৎকারে কামেল বলেন, ‘‘ইউরোপ যদি দক্ষিণের (ভূমধ্যসাগরের আফ্রিকা উপকূলের নানা দেশ) সঙ্গে অর্থনৈতিকভাবে আরও কাছাকাছি আসে তাহলে অভিবাসন আরো ভালোভাবে পরিচালিত হবে।’’

অভিবাসন ইস্যুতে দৃষ্টিভঙ্গি হতে হবে ‘পূর্ণাঙ্গ’

কামেলের নেতৃত্বে ভূমধ্যসাগর ইউনিয়ন অভিবাসন প্রবাহের "গভীরের মূল কারণ" চিহ্নিত ও মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছে। মিশরীয় এই কূটনীতিক মনে করেন, যেকোনো কৌশল গ্রহণের ক্ষেত্রে জলবায়ু সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ইউক্রেনের যুদ্ধের পরিণতির সঙ্গে যুক্ত অর্থনৈতিক সংকটগুলোকেও বিশ্লেষণ করতে হবে।

আরো পড়ুন: দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন: ২০২৩ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী আসতে পারেন ইউরোপে

তিনি বলেন, ‘‘এটা বোধগম্য যে ইউরোপীয় দেশগুলো এই অভিবাসী ঢল ব্যবস্থাপনার চেষ্টা করছে। তাদের এটা করার অধিকার রয়েছে এবং দক্ষিণের দেশগুলো সহায়তা করার ব্যাপারেও সম্মত হয়েছে।‘‘

তবে তিনি মনে করেন, ‘‘একই সময়ে ইউরোপ কীভাবে তার বিনিয়োগে বৈচিত্র্য আনতে পারে সে সম্পর্কে আলোচনাও ভূমধ্যসাগরের অপর প্রান্তে উৎপাদনশীল পরিস্থিতির উন্নতি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘‘

কামেলের পর্যবেক্ষণ হচ্ছে, ‘‘ইউরোপের জনসংখ্যা ক্রমাগত সঙ্কুচিত হচ্ছে। ফলে বিশ্বে বাণিজ্যিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকার একমাত্র উপায় হল অভিবাসীদের পাশাপাশি দক্ষিণ এবং পূর্বের প্রতিবেশীদের ওপর নির্ভর করা।’’

ভূমধ্যসাগর রুটে অভিবাসন পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে লিবিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা দ্রুত সমাধানের ওপরও জোর দেন কেমাল।

এডিকে/টিএম (আনসা)

 

অন্যান্য প্রতিবেদন