বলকান রুটে আসা অভিবাসীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি সামলাতে প্রথম হটস্পট চালু করতে যাচ্ছে ইটালি সরকার। দেশটির উত্তরাঞ্চলে ট্রিয়েস্টে শহরকে কেন্দ্র করে এই হটস্পটটি গড়ে তোলা হবে বলে জানা গেছে।
ফ্রিউলি-ভেনেৎসিয়া জুলিয়া - এফভিজি অঞ্চলেই উত্তর ইটালির প্রথম অভিবাসী হটস্পট স্থাপন করা হবে। ট্রিয়েস্টে শহরে ইটালি সরকারের জরুরি অভিবাসী কমিশনার ভালেরিও ভালেন্তির সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেন ফ্রিউলি-ভেনেৎসিয়া জুলিয়া অঞ্চলের চারটি প্রিফেক্টের কর্তৃপক্ষ এবং আঞ্চলিক প্রেসিডেন্ট মাসিমিলিয়ানো ফেদ্রিগাও ছিলেন।
২০২৩ সালের প্রথম চার মাসে, এফভিজিতে তথাকথিত "বলকান রুট" ধরে আসা শরণার্থী এবং অভিবাসীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। অবশ্য তারপরও এই সংখ্যা গত বছরের তুলনায় কম বলে জানা গেছে। ইটালি সরকারের আশা, হটস্পট স্থাপন করা হলে এই অঞ্চলটি আরও ভালভাবে অভিবাসী আগমনের পরিস্থিতি মোকাবিলা করতে পারবে।
হটস্পট স্থাপনের সুনির্দিষ্ট অবস্থান এখনও ঘোষণা করা হয়নি। তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে আঞ্চলিক রাজধানী ট্রিয়েস্টেকেই এজন্য বেছে নেয়া হতে পারে। বৈঠকের পর সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ে এই কাঠামো নির্মাণের তথ্য জানানো হয়েছে।
কমিশনার ভালেন্তি গণমাধ্যমকে জানানা, "কমিশনারের কার্যালয় এবং মন্ত্রণালয় (স্বরাষ্ট্র) এটি নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিবে।"
আরো পড়ুন: ভূমধ্যসাগরে অভিবাসী মৃত্যু: ইউরোপের সমালোচনায় বিভিন্ন সংস্থা
২০১৫ সালে ইটালির দক্ষিণ উপকূলে অভিবাসী এবং শরণার্থীদের ঢল মোকাবিলায় ইউরোপীয় কমিশনের সঙ্গে চুক্তি করে দেশটি। তখনই প্রথম হটস্পট চালু করা হয়েছিল। এখন পর্যন্ত এই হটস্পটগুলো দক্ষিণের শহরগুলো, যেমন- লাম্পেদুসা, ট্রাপানি, পোজালো এবং টারান্টোতে অবস্থিত ছিল।
ট্রিয়েস্টের স্থানীয় পত্রিকা ইল পিকোলো আঞ্চলিক প্রেসিডেন্ট ফেদ্রিগাকে উদ্ধৃত করে বলেছে, “এর উদ্দেশ্য হটস্পটে প্রাথমিক সহায়তা প্রদান করা, কিন্তু তারপর অনিয়মিতভাবে আসা অভিবাসীদের সেখান থেকে আলাদা করা। হটস্পটে আটক ও প্রত্যাবাসনের সুবিধাও থাকবে। 'নিরাপদ' দেশগুলো থেকে যারা আসছেন, তাদের প্রত্যাবাসন একটি ত্বরান্বিত পদ্ধতির মাধ্যমে করা হবে।”
ফেড্রিগার ব্যাখ্যা থেকেই হটস্পটগুলো তৈরির মূল লক্ষ্যের বিষয়ে ধারণা পাওয়া যায়। বিপুল সংখ্যক অভিবাসীদের মধ্য থেকে দ্রুত তথাকথিত অর্থনৈতিক অভিবাসীদের আলাদা করা এবং শরণার্থীদের চিহ্নিত করাই এর লক্ষ্য।
ইটালির মধ্য-ডানপন্থি সরকারের ধারণা, এই মাধ্যমে আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়া অভিবাসীদের দ্রুত ফেরত পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। পাশাপাশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর হলে সেসব দেশ থেকে আসতে চাওয়া অভিবাসীদেরও আগ্রহে বাধা পড়বে বলে মনে করে ইটালির সরকার।
এডিকে/আরআর (বলকান ইনসাইট)