‘সমুদ্রে মরবো, অথবা ইউরোপে পৌঁছাবো’
সাগর পথে টিউনিশিয়ার জারজিস শহর থেকে লাম্পেডুসায় পৌঁছাতে এখন অবধি সাতবার চেষ্টা করেছেন আলী৷ তবে, একবারও ২৬০ কিলোমিটার লম্বা বিপদসঙ্কুল এই পথ নৌকায় পাড়ি দিতে সক্ষম হননি তিনি৷ এরই মধ্যে এমন চেষ্টায় সমুদ্র হারিয়ে গেছেন তার বড় ভাই৷ তবুও ইউরোপে প্রবেশের আশা ছাড়তে রাজি নন আলী৷ চলুন তার নিজের মুখ থেকেই শোনা যাক বাকিটা৷