ফ্রান্সে আশ্রয়ভাতা আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত ১২
ফ্রান্সে প্রতারণার মাধ্যমে আশ্রয়প্রার্থীদের সাহায্য ভাতার পাঁচ কোটি ৬০ লাখ টাকাও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ১২ ব্যক্তির বিরুদ্ধে ইল-দ্য-ফ্রন্সঁ বিভাগের একটি আদালতে বিচার শুরু হয়েছে। অভিযুক্তরা ইউক্রেন এবং মলদোভার দুটি দুটি অবৈধ অভিবাসন নেটওয়ার্কের সদস্য বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।