গ্রীষ্মে ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের জন্য যত বিনোদন
ইউরোপজুড়ে চলছে গ্রীষ্মকালীন অবকাশ৷ অন্যদের মতো অনিয়মিত অভিবাসী ও পিছিয়ে পড়াদেরও বিনোদনের সুযোগ দিতে উত্তর ফ্রান্স ও প্যারিস জুড়ে এ বছর রয়েছে নানা আয়োজন৷ বেশ কিছু অভিবাসন সংস্থা ও এনজিও অভিবাসীদের জন্য ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া কার্যক্রম ও কর্মশালার আয়োজন করেছে।