ইউক্রেনের শরণার্থীরা ইউরোপের সর্বত্র স্বাগত, অন্যরা?
কোলের শিশু, প্রয়োজনীয় নথি, সামান্য ওষুধপত্র, আর কিছু জামাকাপড়–সামান্য সম্বলটুকু নিয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন হাজারো ইউক্রেনীয়৷
কোলের শিশু, প্রয়োজনীয় নথি, সামান্য ওষুধপত্র, আর কিছু জামাকাপড়–সামান্য সম্বলটুকু নিয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন হাজারো ইউক্রেনীয়৷
ফ্রান্সের রাজনৈতিক দল আরএন বা ন্যাশনাল র্যালির (সাবেক ন্যশনাল ফ্রন্ট) সভাপতি মারিন লো পেন প্রায়ই বলে থাকেন, ''সারাজীবন কাজ করেছেন এমন অবসরগ্রহণকারী ফরাসি নাগরিকের চেয়ে অভিবাসীরা বেশি আর্থিক সহযোগিতা পান''।
ফ্রান্সে আশ্রয় আবেদন বাতিল হওয়া এবং অনিয়মিত অভিবাসীদের অর্থসাহায্য করে নিজ দেশে ফেরত যেতে উৎসাহ দেয়া হয়৷ ফ্রান্সের ইমিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন অফিস- অফির রয়েছে বিশেষ সহায়তা উদ্যোগ৷ কেমন করে তারা কাজটি করে?