অভিবাসন সংস্থার অনুপস্থিতিতে ‘অশান্ত’ ফ্রান্সের ডিটেনশন সেন্টার
চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে অবস্থিত মেনিল-আমোলে ডিটেনশন সেন্টার থেকে নিজেদের কার্যক্রম প্রত্যাহার করেছে অভিবাসন সংস্থা লা সিমাদ৷ সংস্থাটির এই সিদ্ধান্তের পর থেকে আটককেন্দ্রটিতে ‘অশান্ত’ পরিস্থিতি বিরাজ করেছে৷