লিবিয়া উপকূলে নৌকাডুবি, ২২ অভিবাসী মৃত
লিবিয়ার উপকূলে নৌকা উল্টে মালি থেকে আসা ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ বিবৃতিতে জানায়, মৃতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
লিবিয়ার উপকূলে নৌকা উল্টে মালি থেকে আসা ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ বিবৃতিতে জানায়, মৃতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
সোমবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ আসার পথে অভিবাসীদের একটি নৌকা ডুবে যায়৷ এই দুর্ঘটনায় বেশ কয়েকটি শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে৷ স্প্যানিশ উপকূলরক্ষীরা আটলান্টিক থেকে ৩৬ জনকে উদ্ধার করেছে৷
গত দুইদিনে হাজারো অভিবাসী স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা চালিয়েছেন৷ এরমধ্যে প্রায় ৯০০ জন সফল হয়েছেন৷ ঝুঁকিপূর্ণ উপায়ে সীমান্ত পার হতে গিয়ে আহত হয়েছেন অনেকে৷ অভিবাসীদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও৷
আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার দারিদ্রের হাত থেকে বাঁচতে নতুন জীবনের সন্ধান পেতে চান অনেকেই৷ ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি যাওয়ার পথে নৌকাডুবিতে কমপক্ষে নয় জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে৷৷
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে দেখা গেছে বহু আফ্রিকান অভিবাসী ইউক্রেন এবং পোল্যান্ড সীমান্তে আটকা পড়েছে।
পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে আসতে গিয়ে দুই দিনে আটলান্টিক মহাসাগরে প্রাণ হারিয়েছেন দশজন অভিবাসনপ্রত্যাশী। স্পেনের ক্যানারি দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তারা।
লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের পথে দালালচক্রের হাতে পড়ে আলাদা হয়ে যায় এক নাইজেরিয়ান দম্পতি। পরে, জাতিসংঘ ও এমএসএফ সংস্থার সাহায্যে পুনর্মিলন হয় তাদের।
প্রতিদিন শিরোনামে উঠে আসছে সাগরপথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংবাদ। তা সত্ত্বেও বাড়ছে সাগরপথে আগমনের হার।
২৪ বছর বয়সি আমাদি (নাম পরিবর্তীত) লিবিয়ার ট্রিপলির দুইটি রাষ্ট্রীয় কারাগারে আটক ছিলেন৷ সেখানে তিনি ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন৷ সেই স্মৃতি তুলে ধরেছেন ইনফোমাইগ্রেন্টসের কাছে৷
২০২০ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীর ভিড়, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে তারা বলছেন দেশটির রাজনৈতিক পরিস্থিতির কথা।
অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ঠিক কতজন প্রাণ হারান, তা নিশ্চিতভাবে বলা অসম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে, সঠিক পরিচয়পত্রর অভাবে এই কাজ কঠিন হয়ে পড়ে। অনেক সময় খুঁজে পাওয়া যায় না সাগরে প্রাণ হারানো অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ। পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপ পর্যন্ত অতলান্ত মহাসাগরের পথ এমনই এক মারণ পথ।
ফরাসি সাপ্তাহিক লো জুরনাল দ্যো দিমনশ (জেডিডি)-কে একটি বিশেষ সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দেশটির অভিবাসন ব্যবস্থাপনা বিষয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে ফরাসি রাষ্ট্রপতি ইউরোপীয় প্রতিবেশীদের অভিবাসন নীতির সমালোচনাও করেন।