বেলজিয়াম: একক পুরুষ আশ্রয়প্রার্থীদের আশ্রয় না দেয়ার সিদ্ধান্ত আদালতে স্থগিত
অবিবাহিত কিংবা সঙ্গীহীন অর্থাৎ একক পুরুষ আশ্রয়প্রার্থীদের আশ্রয়কেন্দ্রে স্থান না সিদ্ধান্তটি স্থগিত করেছে বেলজিয়ামের কাউন্সিল অফ স্টেট বা কন্সেই দেতা। দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট নিকোল ডি মুর আগস্টের শেষে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।