১১ বারের মতো ইউরোপীয় মানবাধিকার আদালতে নিন্দিত ফ্রান্স
একটি আটক কেন্দ্রে অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের রাখার দুটি পৃথক মামলায় ফ্রান্সের নিন্দা করেছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)। ২০১২ সাল থেকে এ নিয়ে ১১ বারের মতো আশ্রয়প্রার্থীদের অধিকার নিয়ে ফ্রান্সকে দোষী সাব্যস্ত করল ইসিএইচআর।