ইটালির আশ্রয়পদ্ধতি: আশ্রয়প্রার্থীদের যা জানা উচিৎ
প্রতি বছর ভূমধ্যসাগর ও বলকান রুট পাড়ি দিয়ে ইটালিতে আসেন আশ্রয়প্রার্থীরা। ইটালিতে আসা অভিবাসীদের আশ্রয়কেন্দ্রে প্রবেশ ও আবেদন জমাদানে বেশ কিছু ভিন্নতা রয়েছে। এক্ষেত্রে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উপকূলে আসা ব্যক্তিরা এবং বলকান রুট অথবা বিমানযোগে আসা অভিবাসীদের জন্য রয়েছে আলাদা পদ্ধতি। ইনফোমাইগ্রেন্টসের বিশেষ প্রতিবেদন।