২০২১ সালে ৫০ হাজার অভিবাসীর স্বেচ্ছাপ্রত্যাবাসন
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ঘোষণা করেছে ২০২১ সালে প্রায় ৫০ হাজার অভিবাসী স্বেচ্ছায় তাদের নিজের দেশে ফিরে গিয়েছেন, যা ২০২০ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ঘোষণা করেছে ২০২১ সালে প্রায় ৫০ হাজার অভিবাসী স্বেচ্ছায় তাদের নিজের দেশে ফিরে গিয়েছেন, যা ২০২০ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি।
অনিয়মিত অভিবাসী এবং আশ্রয় আবেদনকারীদের অতীত খতিয়ে দেখতে কড়া ইইউ। ব্লকের ডেটাবেস যাতে আরো ভালভাবে খতিয়ে দেখা যায়, তাই নতুন নিয়ম অনুমোদন করা হচ্ছে।
শরণার্থী এবং অন্যান্য অভিবাসীরা স্থানীয় বাসিন্দাদের তুলনায় নিম্নমানের স্বাস্থ্যসেবা পান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সাম্প্রতিক রিপোর্টে এমনটাই বলা হয়েছে।
ইউরোপোল ১১ জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে। ওই পাচারকারীরা একাধিক ব্যক্তিকে বেলারুশ হয়ে ইইউর দেশগুলিতে নিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ। ইউরোপোল এই চক্র ভাঙতে সফল হয়েছে। ইউরোপোলের অনুমান, এই চক্রে জড়িত পাচারকারীরা এইভাবে প্রায় ৭০ লাখ ইউরো আয় করেছে।
ইইউ হোম অ্যাফেয়ার্স কমিশনার ইলভা ইওহানসন ঘোষণা করেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৩টি দেশ অভিবাসী স্থানান্তরের জন্য প্রস্তুত৷ ইতোমধ্যে আট হাজার জন স্বেচ্ছায় স্থানান্তরে সম্মত হয়েছেন বলেও জানান তিনি৷ তাছাড়াও আর্থিক সহায়তা মিলেছে৷ তার কথায়, ইতিবাচক ফল মিলেছে৷
বসনিয়া ও হ্যারৎসেগোভিনার উনা-সানা অঞ্চল দিয়ে অনিয়মিত উপায়ে অস্ট্রিয়া প্রবেশের প্রচলিত পথে অভিবাসীদের আগমন কমেছে৷ তার বদলে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে বলকান রুটে অভিবাসীরা নতুন পথ খুঁজে নিচ্ছেন৷
রাশিয়ার হামলার পর ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে পৌঁছেছেন ৩৮ লাখের বেশি মানুষ৷ সোমবারের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির মন্ত্রীদের তরফে ১০ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এর মধ্যে ইউক্রেনীয় শরণার্থীদের পুনর্বাসন প্রকল্পে সহায়তা করা যাবে৷ এজন্য একটি ‘সেন্ট্রাল প্ল্যাটফর্ম’ তৈরির সিদ্ধান্তে একমত হয়েছেন মন্ত্রীরা৷
রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে বিভিন্ন সময়ে পাড়ি জমিয়েছেন বাংলাদেশিরা৷ তাদের কেউ নিয়মিতভাবে এসেছেন, অনেকে এসেছেন অনিয়মিত উপায়ে৷ দেশটির জেলখানা বা বন্দিশিবিরেও আটকে ছিলেন ও আছেন কেউ কেউ৷ কিভাবে এই দেশটিতে পাড়ি জমিয়েছেন বাংলাদেশিরা৷? তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
উন্নত জীবনের সন্ধানে এসে অভিবাসীদের মৃত্যু লজ্জাজনক, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সংক্রান্ত গ্লোবাল কমপ্যাক্টে দেয়া বক্তব্যে তিনি এমনটা বলেন৷
ইইউ বহিঃসীমান্ত নজরদারি সংস্থা ফ্রন্টেক্সের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে আগের বছরের একই মাসের তুলনায় অনিয়মিত অভিবাসীর সংখ্যা ৭৮ শতাংশ বেড়েছে৷
যেসব অভিবাসীদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে তাদেরকে ইউরোপীয় ইউনিয়ন ও এর সীমান্তরক্ষী বাহিনী ফ্রনটেক্সের সহায়তায় দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করছে সাইপ্রাস৷ এজন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছে দেশটি৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন৷
বেলারুশ হয়ে আসা ৯৮ জন ইরাকিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে লিথুয়ানিয়া৷ সোমবার লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন৷