অভিবাসীদের কাছে ‘কৃতজ্ঞ’ ক্যালাব্রিয়ার যে শহর
ইটালির ক্যালাব্রিয়া অঞ্চলের ছোট্ট শহর ‘ক্যামিনি’৷ দক্ষিণ ইটালির এই ছোট বিচ্ছিন্ন শহরে বাস করেন সাম্প্রতিক বছরগুলোতে আসা প্রায় ১৫০ জন অভিবাসী৷ নতুন অভিবাসীদের কারণে শহরটি আবারও প্রাণ ফিরে পেয়েছে বলে ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ সেখানকার চিত্র তুলে ধরছেন ইনফোমাইগ্রেন্টসের বিশেষ সংবাদদাতা শার্লত ওবেরতি৷