ভূমধ্যসাগর: লাম্পেদুসা থেকে উদ্ধার ৪০ অভিবাসী
ইটালির লাম্পেদুসা উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির পর শুক্রবার ৪০ জনকে উদ্ধার করেছে স্প্যানিশ এনজিও ওপেন আর্মস৷ উদ্ধারকৃতরা সুদান ও ইরিত্রিয়ার নাগরিক বলে জানা গেছে৷
ইটালির লাম্পেদুসা উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির পর শুক্রবার ৪০ জনকে উদ্ধার করেছে স্প্যানিশ এনজিও ওপেন আর্মস৷ উদ্ধারকৃতরা সুদান ও ইরিত্রিয়ার নাগরিক বলে জানা গেছে৷
ইউরোপীয় ইউনিয়নের বিচারিক আদালত ইসিজে জানিয়েছে, নিরাপত্তা, স্বাস্থ্য বা পরিবেশের মতো সুস্পষ্ট ঝুঁকি ছাড়া শুধু অতিরিক্ত যাত্রী সংখ্যার কারণে কোন মানবিক উদ্ধার জাহাজকে আটকে রাখা যাবে না৷ জার্মান এনজিও সি-ওয়াচের দুইটি জাহাজকে ইটালি কর্তৃপক্ষ তদন্তের আওতায় নেয়ার প্রেক্ষিতে এই রায় দিল ইইউ আদালত৷
অভিবাসীদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস জানিয়েছে, মধ্য ভূমধ্যসাগরে ৭১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে৷ এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে৷
গত কয়েক দিনে লিবিয়া উপকূল থেকে স্প্যানিশ এনজিও আইতা মারির সহায়তায় ২৮ জন ও জার্মান এনজিওর উদ্ধার জাহাজ সী-আই ৪ ভূমধ্যসাগর থেকে ৬৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
খ্যাতনামা জার্মান বেসরকারি সংগঠন সী-ওয়াচের নতুন মানবিক উদ্ধারকারী জাহাজ “অরোরা” সোমবার লিবিয়ার উপকূল থেকে ৮৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে। উদ্ধারের মাত্র কয়েকঘণ্টা পরই অভিবাসীদের নিয়ে ইটালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছাতে সক্ষম হয় নতুন জাহাজটি।
ভূমধ্যসাগরে মানবিক উদ্ধারকাজে নিয়োজিত জাহাজ ওশান ভাইকিং সমুদ্রে ঝুঁকিতে থাকা ২৯৪ অভিবাসীকে নিয়ে ইটালির সিসিলিতে অবতরণ করার সবুজ সংকেত পেয়েছে। নোঙর করতে সংকেত না পাওয়ায় উদ্ধার হওয়া অভিবাসীরা প্রায় দশ দিনেরও বেশি সময় ধরে জাহাজটিতে আটকে ছিলেন। উল্লেখ্য গত ১৯ মে থেকে ২৩ মে পাঁচ দিনে পৃথক অভিযানে এসব অভিবাসীদের ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছিল।
গত বৃহস্পতিবার ওশান ভাইকিং জাহাজ মধ্য ভূমধ্যসাগর থেকে অভিবাসীদের দুটি দলকে উদ্ধার করে৷ সিসিলিতে জিও ব্যারেন্টস থেকে নামতে বাধা দেয়ায় বেশ কয়েকজন অভিবাসী সমস্যায় পড়েন৷
ভূমধ্যসাগরে সক্রিয় উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং শনিবার বিকেল থেকে রবিবার সকালের মধ্যে চারটি উদ্ধার অভিযানে ৫১ জন অপ্রাপ্তবয়স্কসহ ২২৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।
অভিবাসনপ্রত্যাশীদের ‘অবৈধভাবে প্রবেশে সহায়তা‘ করার অভিযোগে দায়ের করা মামলা থেকে সি-ওয়াচ জাহাজের সাবেক ক্যাপ্টেন কারোলা রাকেটেকে অব্যাহতি দিয়েছে ইটালির আদালত৷
ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারে নিয়োজিত জাহাজ সি-ওয়াচ ফোরকে হুমকি দিলো লিবিয়ার সাগর সীমান্তরক্ষীরা। গত সপ্তাহান্তে আন্তর্জাতিক জলসীমানায় ভাসমান এই জাহাজকে সরে যেতে নির্দেশ দেয় লিবিয়া।
অভিবাসী ও শরণার্থীদের উদ্ধারকারী জাহাজ জিওব্যারেন্টস বুধবার জানায় যে তারা ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে ৯৯ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া দশজনের মরদেহ পাওয়া গেছে।
ভূমধ্যসাগরে বহু দিন ধরে আটকে থাকার পর অবশেষে ইটালির তীরে নোঙর ফেলার অনুমতি পেলো জার্মান উদ্ধারকারী জাহাজ সি-আই ফোর।