ক্যানারি দ্বীপে ৭২ অভিবাসী উদ্ধার , নিখোঁজ অন্তত ২৮
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ আসার পথে ফের দুর্ঘটনার কবলে পড়ে দুটি অভিবাসী নৌকা৷গত দুই দিনে ৭২ জন অভিবাসীকে উদ্ধার করেছে স্প্যানিশ মেরিন রেসকিউ সার্ভিস৷ গ্রান কানারিয়া থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে আরেকটি নৌকা খোঁজ মিলেছে৷ বুধবার সকাল পর্যন্ত সেই নৌকায় আসা ২৮ জন অভিবাসীর কোনো খোঁজ মেলেনি৷