গ্রিস: এভ্রোসে আটকা পড়ে মৃত এক শিশু ও তিন সিরীয়
গ্রিক দ্বীপ এভ্রোসের মাঝখানে গত সপ্তাহ থেকে আটকা পড়ে আছেন ৭০ জন শরণার্থী ও অভিবাসীর একটি দল। বিভিন্ন এনজিও এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রিক ও তুর্কি বাহিনীর বেআইনি পুশব্যাক আর নির্যাতনে সেখানে তিন অভিবাসীর মৃত্যুর পর বৃহস্পতিবার পাঁচ বছর বয়সি এক শিশুও বিষাক্ত পোকার কামড়ে মারা গেছে।