জার্মানিতে অভিবাসন: কম সময়ে নাগরিকত্ব দিতে সংস্কার আইনে
আগের চেয়ে কম সময়ে জার্মানির নাগরিক হওয়ার সুযোগ পাবেন অভিবাসীরা৷ এমন বিধান যুক্ত করে বদল করা হচ্ছে দেশটির নাগরিকত্ব আইন৷ এরমধ্যে সংস্কার প্রস্তাবে অনুমোদন দিয়েছে জার্মানির জোট সরকারের মন্ত্রীরা৷ ইউরোপের শক্তিধর অর্থনীতির দেশটি দক্ষ কর্মীদের কাছে টেনে শ্রমঘাটতি পূরণের চেষ্টার মধ্যেই আইনটি সংস্কারে প্রস্তাব এলো৷