বাংলাদেশি ও মিশরীয় অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ভাসছে ওশান ভাইকিং
গত সপ্তাহে দশটি অভিযান থেকে অন্তত ৪৬০ জন অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে ওশান ভাইকিং জাহাজ৷ কিন্তু এখনও ইউরোপের কোনো বন্দরে নোঙ্গরের অনুমতি না পাওয়ায় সমুদ্রেই ভাসছে জাহাজটি৷ অভিবাসীদের বেশিরভাগ বাংলাদেশি ও মিশরীয় নাগরিক৷