ঝুঁকিপূর্ণ অভিবাসন

প্রিয়জনের শেষ স্মৃতির খোঁজে ইটালির দক্ষিণ উপকূলে এখনও ভিড় করছেন নিহতের স্বজনেরা। ছবি: পিকচার অ্যালায়েন্স/এপি ফটো/ভ্যালেরিয়া ফেরারো
সাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছাতে গিয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷ ফাইল ফটো৷ আনসা/কনসেত্তা রিজ্জো৷
ইটালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় ১২ শিশুসহ ৬০ জন মারা গেছেন৷ ছবি: গিওজেপ্পে পিপিটা/জুমা/আনসা/ইমাগো
আর্কাইভ: ২০১৩ সালের ৫ অক্টোবর অভিবাসীদের নিয়ে একটি নৌকা ডুবে শতাধিক মানুষ মারা যাওয়ার পর লাম্পেডুসা বিমানবন্দরে শিশুদের কফিন। ছবি: আনসা/ল্যানিনো
অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ  লুভেন্তার ক্রু সদস্যরা অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হন৷পাঁচ বছর আগে জাহাজটি আটক করা হয়৷ সূত্র: লুভএন্তা ১০
ব্রাসেলসে ইউরোপীয় কমিশনে কড়া প্রহরা | ছবি: ইপিএ/জুলিয়েন ওয়ার্নান্ড
লেবানন-সিরিয়া সীমান্তের কারণে কতজন সিরিয়ান দেশে ফিরেছে তা জানা কঠিন৷ ছবি: বিলাল হোসেন/এপি/পিকচার অ্যালায়েন্স
ভূমধ্যসাগর থেকে শরণার্থী ও অভিবাসীদের লিবিয়ায় ফিরিয়ে নিতে ইইউর আর্থিক সহায়তা পায় লিবীয় উপকূলরক্ষীরা | ছবি: পিকচার অ্যালায়েন্স
ক্রোয়েশিয়ান সীমান্ত পুলিশের নজরদারি৷ ছবি: ফেহিম ডেমির/আর্কাইভ/ইপিএ
অনিয়মিত অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য- আলবেনিয়া চুক্তির পর ফেরত পাঠানো হলো ৪২ আলবেনীয় অভিবাসীকে।  ছবি: পিক্সাবে
১৪ নভেম্বর,হাঙ্গেরি পুলিশের অভিযানে সন্দেহভাজন পাচারকারীদের আটকের দৃশ্য। ছবি: পিকচার এলায়েন্স
 আটকের দৃশ্য।
বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তের একটি অংশে এক আফগান আশ্রয়প্রার্থী। শার্লৎ বোয়াতিও/ইনফোমাইগ্রেন্টস