ইটালিতে নৌকাডুবি: স্মৃতিচিহ্ন খুঁজছেন নিহতের স্বজনরা
ইটালির দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা নৌকাডুবির ১০দিন হয়ে গেছে। এখনও সেখানে ভিড় করছেন নিহতের স্বজনেরা। খুঁজছেন স্মৃতিচিহ্ন। প্রিয়জনের ব্যবহার করা কিছু একটা যদি পাওয়া যায়, অন্তত কোনো ছবি কিংবা কাগজপাতি, সেটা যত্ন করে রেখে দিতে চান তারা। কিন্তু তেমন কোনো স্মারক খুঁজে পাননি কেউই।