অত্যাচার থেকে বাঁচতে ফ্রান্সে যেতে চান অভিবাসী নারীরা
জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইউরোপমুখী হয়েছেন, সেইসব অভিবাসীদের মধ্যে নারীদের সংখ্যা এখনও নেহাত কম। তবে প্রতিনিয়ত বাড়ছে নারী অভিবাসীদের সংখ্যা। কিন্তু বেশিরভাগ নারীদের মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় এবং ক্ষেত্রবিশেষে তাদের দেখভালের প্রয়োজন হয় বলে উল্লেখ করেছে একাধিক সংগঠন।