লিবিয়ায় ঝুঁকিতে থাকা অভিবাসীদের দ্রুত সরিয়ে নেওয়া উচিত: এমএসএফ
আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৬ লাখ নির্বাসিত লিবিয়ায় বন্দি এবং সহিংসতার শিকার। ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে লিবিয়ায় অবস্থানরত অভিবাসীদের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ফরাসি এনজিও ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। মানবিক করিডোরের মাধ্যমে লিবিয়ায় সবচেয়ে ঝুঁকিতে থাকা অভিবাসীদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে এনজিওটি।