আশ্রয়প্রার্থীদের অভ্যর্থনার মান বাড়াতে ফ্রান্সের নতুন সংসদকে খোলা চিঠি
ফরাসি সংসদ নির্বাচনের বাকি মাত্র কয়েক সপ্তাহ। ফ্রান্সে আসা আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের আরও উন্নত অভ্যর্থনার দাবিতে ভবিষ্যৎ সংসদের উদ্দেশ্যে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ইনফোর ওয়েবসাইটে একটি খোলা চিঠি প্রকাশ করেছে মেদসাঁ দ্যু মোন্দ এবং লা সিমাদসহ প্রায় বিশটি অভিবাসন ও অধিকার সংগঠন। ১৯ জুন নির্বাচিত হতে যাওয়া সংসদ সদস্যরা দ্রুত এই চিঠি আমলে নিয়ে পদক্ষেপ নেবে বলে আশা সংশ্লিষ্ট সংস্থাগুলো।