বেলারুশের চোরাচালান চক্র ভাঙলো ইউরোপোল
ইউরোপোল ১১ জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে। ওই পাচারকারীরা একাধিক ব্যক্তিকে বেলারুশ হয়ে ইইউর দেশগুলিতে নিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ। ইউরোপোল এই চক্র ভাঙতে সফল হয়েছে। ইউরোপোলের অনুমান, এই চক্রে জড়িত পাচারকারীরা এইভাবে প্রায় ৭০ লাখ ইউরো আয় করেছে।