আবেদন প্রত্যাখ্যানের পরও ইটালিতে থেকে যায় অর্ধেক অভিবাসনপ্রত্যাশী
ইটালির সরকারের ২০২১ সালের পরিসংখ্যান বলছে, প্রত্যাবাসন কেন্দ্রগুলিতে দেশে ফেরত পাঠানোর জন্য রাখা অভিবাসনপ্রত্যাশীদের প্রতি দু’জনের একজন ফেরত যাচ্ছে।
ইটালির সরকারের ২০২১ সালের পরিসংখ্যান বলছে, প্রত্যাবাসন কেন্দ্রগুলিতে দেশে ফেরত পাঠানোর জন্য রাখা অভিবাসনপ্রত্যাশীদের প্রতি দু’জনের একজন ফেরত যাচ্ছে।
২০২০ সালে জার্মানির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানায় যে সিরিয়ান নাগরিকদের দেশে ফেরত পাঠানোয় যে নিষেধাজ্ঞা জারি ছিল তা দীর্ঘায়িত করা হবে না৷ পর্যবেক্ষকদের মত, এতে করে আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক শরণার্থী আইন লঙ্ঘিত হবার৷ এবিষয়ে যা যা আইনি জটিলতা রয়েছে, তা নিয়ে এই প্রতিবেদন৷
মঙ্গলবার আফগান নাগরিকদের দেশে ফেরত পাঠাতে প্রথম যাত্রীবাহী বিমান ছাড়ার কথা থাকলেও, আপাতত ‘ব্যবস্থাপনাগত’ জটিলতার কারণ দেখিয়ে তা বন্ধ রাখছে জার্মান কর্তৃপক্ষ৷