চাকরির পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে বসনিয়া
বসনিয়ার সবচেয়ে বড় অভিবাসী ক্যাম্প ব্লাজুয়-এ (নিউ ক্যাম্প) এখনো রয়েছেন ১০০-এর কাছাকাছি বাংলাদেশি৷ এদের মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়া সীমান্তে আহতদের কয়েকজন৷ নিউ ক্যাম্প থেকে ডয়চে ভেলে বাংলার প্রতিবেদকের বিশেষ প্রতিবেদন৷