বেলজিয়ামে আবাসন সংকট: ভবন দখল করে বিক্ষোভ আশ্রয়প্রার্থীদের
জরুরিভিত্তিতে আবাসন নিশ্চিত করার দাবিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ভবন দখল করে বিক্ষোভ করেছেন আশ্রয়প্রার্থীরা।
জরুরিভিত্তিতে আবাসন নিশ্চিত করার দাবিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ভবন দখল করে বিক্ষোভ করেছেন আশ্রয়প্রার্থীরা।
ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা বেলজিয়ামের প্রতি আশ্রয়প্রার্থীদের আরও ভাল সহায়তা দিতে আহ্বান জানিয়েছে৷ সাম্প্রতিক সপ্তাহগুলিতে হিমাঙ্কের নীচে তাপমাত্রা সত্ত্বেও ব্রাসেলসের রাস্তায় শত শত মানুষ ঘুমাতে বাধ্য হয়েছে৷ তারপরই এই আবেদন জানানো হয়েছে৷
বেলজিয়ান সংবাদমাধ্যম ভিআরটি জানিয়েছে, মার্চ মাসে ৬৮০ জন আফগান নাগরিককে বেলজিয়াম ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷ শরণার্থী বিষয়ক দপ্তর মনে করে ২০২১-এর আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে৷