অনিয়মিত অভিবাসন রুখতে কাছাকাছি স্পেন-মরক্কো
পশ্চিম সাহারার ভূখণ্ড নিয়ে দীর্ঘদিনের কূটনৈতিক সংকটের সমাধান খুঁজছে স্পেন এবং মরক্কো৷অনিয়মিত সীমান্ত পারাপার কমাতে পারস্পরিক সহযোগিতার পথ নিচ্ছে দুই দেশ৷
পশ্চিম সাহারার ভূখণ্ড নিয়ে দীর্ঘদিনের কূটনৈতিক সংকটের সমাধান খুঁজছে স্পেন এবং মরক্কো৷অনিয়মিত সীমান্ত পারাপার কমাতে পারস্পরিক সহযোগিতার পথ নিচ্ছে দুই দেশ৷
গত এক সপ্তাহে মরক্কোর নৌবাহিনীর সদস্যরা আটলান্টিক মহাসাগরে চারশ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। অন্যদিকে, মধ্য ভূমধ্যসাগরের রুটে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দিতে গিয়ে অন্তত ১৮ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির খবর পাওয়া গেছে।
সম্প্রতি মরক্কো থেকে কয়েক হাজার মানুষ স্পেনের সেউটাতে প্রবেশ করায় দেশটির সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্পেন৷ আগতদের বড় অংশকে ফেরত পাঠানো হলেও অপ্রাপ্তবয়স্করা এখনও উপকূলীয় ছিটমহলটিতে অবস্থান করছে৷
গত সপ্তাহে হাজারে হাজারে অভিবাসনপ্রত্যাশীরা মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউটায় এসে পৌঁছালে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। রাজনীতির টানাপোড়েনের মাঝে বর্তমানে সেউটা কূটনৈতিক আলোচনার মধ্যমণি। ইনফোমাইগ্রেন্টস তুলে ধরছে সেউটার কিছু সাম্প্রতিক চিত্র।
চলতি সপ্তাহে হাজার হাজার অভিবাসীর সাঁতরে বা কাঁটাতার পেরিয়ে স্পেনের ছিটমহল সেওটায় ঢোকার পর ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসন নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে৷ এক্ষেত্রে অন্য দেশের উপর তারা কতটা নির্ভরশীল সে নিয়েও আলোচনা চলছে৷