অভিবাসীদের সাথে অপমানজনক আচরণ এর দায়ে ইটালিকে ইইউ আদালতের নিন্দা
লাম্পেদুসায় চার টিউনিশীয় অভিবাসীর সাথে অপমানজনক আচরণ করায় ইটালির নিন্দা করেছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)। আদালতের মতে, রোম কর্তৃপক্ষ কোন সুস্পষ্ট আইনি ভিত্তি ছাড়াই অভিবাসীদের আটক রেখে বহিষ্কার করেছিল।