এভ্রোসে আটকা পড়া ৩৮ সিরীয় অভিবাসীকে উদ্ধার
নানা নাটকীয়তার পর অবশেষে এভ্রোস নদীর চরে আটকা পড়া ৩৮ সিরীয় অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিক পুলিশ৷ সোমবার অভিবাসীদের উদ্ধার করলেও সেখানে থাকা একটি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেনি গ্রিক পুলিশ ৷ গত সপ্তাহে জাতিসংঘ জানিয়েছিল, বেশ কিছুদিন ধরে অভিবাসীদের এই দলটি তুরস্কের সীমান্তে এভ্রোস নদীর চরে আটকে ছিল৷