ভূমধ্যসাগর থেকে ৮৫ অভিবাসীকে উদ্ধার করেছে সী-ওয়াচের নতুন জাহাজ
খ্যাতনামা জার্মান বেসরকারি সংগঠন সী-ওয়াচের নতুন মানবিক উদ্ধারকারী জাহাজ “অরোরা” সোমবার লিবিয়ার উপকূল থেকে ৮৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে। উদ্ধারের মাত্র কয়েকঘণ্টা পরই অভিবাসীদের নিয়ে ইটালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছাতে সক্ষম হয় নতুন জাহাজটি।