গ্রিসে বাংলাদেশি মৌসুমি কর্মী নিয়োগের শর্তগুলো সামনে শিথিল হতে পারে
এথেন্স ও ঢাকার চুক্তির অধীনে গ্রিসে মৌসুমি কাজের অনুমতি পাবেন এমন বাংলাদেশিদের নয় মাস পর চলে যাওয়া বা পাঁচ বছর পর একবারে ফেরত যাওয়ার শর্তগুলোতে ভবিষ্যতে পরিবর্তন আসতে পারে৷ সেই সঙ্গে কর্মীরা একাধিক মালিকের অধীনেও কাজের সুযোগ পাবেন৷ ইনফোমাইগ্রেন্টসকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এথেন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ৷