অভিবাসীরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি
অভিবাসীরা বিশ্বে যে পরিমাণ অর্থের যোগান দেন তা অর্থনীতির আকারে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পরে তৃতীয় বৃহত্তম৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি থিংক ট্যাংকের গবেষণায় এই তথ্য উঠে এসেছে৷
অভিবাসীরা বিশ্বে যে পরিমাণ অর্থের যোগান দেন তা অর্থনীতির আকারে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পরে তৃতীয় বৃহত্তম৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি থিংক ট্যাংকের গবেষণায় এই তথ্য উঠে এসেছে৷
নিম্ন ও মধ্যম আয়ের দেশের অভিবাসীরা ২০২১ সালে নিজ নিজ দেশে ৬০ হাজার পাঁচশ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন৷ বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়৷
২০২১ সালে বাংলাদেশে সার্বিক রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে । গেল বছর বাংলাদেশে মোট ২২ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। হিসেব অনুযায়ী, রেমিট্যান্স গ্রহীতা দেশগুলোর তালিকায় বালাদেশের অবস্থান সাত নম্বরে।
করোনা মহামারির কারণে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও চলতি বছর সারাবিশ্বে অভিবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে। প্রবাসীরা ২০২১ সালের বর্তমান সময় পর্যন্ত ৫৮৯ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ তাদের দেশে পাঠিয়েছেন৷
করোনা মহামারি সত্ত্বেও ইউরোপের অভিবাসীদের নিজ দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে তেমন কোন অসুবিধা হয়নি৷ বিশেষ করে স্বল্পোন্নত দেশ থেকে আসা অভিবাসীরা করোনা পূর্ববর্তী বছরের মতোই তাদের দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন। রেমিট্যান্স প্রেরণের এই হার দেশগুলোর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷