রেওনিওঁ দ্বীপ থেকে ‘ডিপোর্ট’ ৪৬ শ্রীলঙ্কান অভিবাসী
শ্রীলঙ্কা থেকে ইঞ্জিনচালিত বোটে ভারত মহাসাগরের ফরাসি ডিপার্টমেন্ট লা রেওনিওঁ দ্বীপে আসা ৫৩জন অভিবাসীর মধ্যে ৪৬জনকে শ্রীলঙ্কায় ফেরত পাঠানো হয়েছে। এসকল অভিবাসীরা ফরাসি আশ্রয় দপ্তর থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের অনুমতি চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন।