ভূমধ্যসাগরে উদ্ধার অভিযানে ইইউর সহায়তা আহ্বান
ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান পরিচালনা করা তিনটি দাতব্য সংস্থা ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পুনরায় সাগরে অভিবাসী ও শরণার্থী নৌকা খোঁজায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে৷ ইইউ সহায়তা না করলে সাগরে ইউরোপমুখীদের মৃতের হার বেড়ে যেতে পারে বলেও শঙ্কা সংস্থাগুলোর৷