ইটালির উপকূলে বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের ভিড়
ভূমধ্যসাগরে সাম্প্রতিক সময়ে কয়েকটি নৌকাডুবি এবং শতাধিক মানুষের মৃত্যুর পরেও ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামানো যাচ্ছে না৷
ভূমধ্যসাগরে সাম্প্রতিক সময়ে কয়েকটি নৌকাডুবি এবং শতাধিক মানুষের মৃত্যুর পরেও ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামানো যাচ্ছে না৷
ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের জীবন রক্ষায় কাজ করা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) একটি জাহাজ আটক করার দুই দিনের মধ্যে আরো একটি উদ্ধারকারী জাহাজকে আটক করেছে ইটালি৷
টিউনিশিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত ২৯ জন মারা গিয়েছেন৷ শনিবার রাতের এই দুর্ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ তাদের সবাই সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে টিউনিশিয়ার ন্যাশনাল গার্ড৷
গত ২৬ ফেব্রুয়ারি ইটালির দক্ষিণ উপকূলে ডুবে যায় অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৮ জন। সাম্প্রতিককালের ভয়াবহ ওই দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গিয়েছেন, তাদের কাছ থেকে অপরিশোধিত অর্থ আদায়ে চাপ দিচ্ছে মানবপাচারকারীরা।
মাল্টার বিরুদ্ধে ফের অ্যালার্ম বা সতর্কতা উপেক্ষা করে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। লিবিয়ার উপকূলে সবশেষ নৌকাডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে এই অভিযোগ এনেছে অধিকারকর্মীরা।
ইটালির দক্ষিণ উপকূলে নৌকাডুবির শোক না কাটতেই, এবার তুরস্কের উপকূলে ডুবে গেছে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা। এখন পর্যন্ত ৩৮ জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি চারটি মরদেহ উদ্ধার করেছে তুরস্কের উপকূলরক্ষীরা।
ইটালির ক্যালাব্রিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অভিযুক্ত হিসেবে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে এই ঘটনায় মোট চার জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওই নৌকাডুবিতে মারা গেছেন বিভিন্ন দেশের অন্তত ৭২ জন অভিবাসনপ্রত্যাশী।
ইটালির দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা নৌকাডুবির ১০দিন হয়ে গেছে। এখনও সেখানে ভিড় করছেন নিহতের স্বজনেরা। খুঁজছেন স্মৃতিচিহ্ন। প্রিয়জনের ব্যবহার করা কিছু একটা যদি পাওয়া যায়, অন্তত কোনো ছবি কিংবা কাগজপাতি, সেটা যত্ন করে রেখে দিতে চান তারা। কিন্তু তেমন কোনো স্মারক খুঁজে পাননি কেউই।
উন্নত জীবনের স্বপ্নে ইটালির উদ্দেশে পাড়ি দিয়েছিলেন অভিবাসীরা। কিন্তু তাদের যাত্রা থেমে গেছে সমুদ্রে৷ ইটালির উপকূলে রোববারের দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ পাওয়া গেছে৷
ইউরোপে অভিবাসনের মধ্য দিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখা অনেক মানুষ ভুল পথে পরিচালিত হয়ে বরণ করে নেন মৃত্যু৷ কেউ হন নিখোঁজ৷ তাদের দেহাবশেষ খুঁজে পেতে প্রিয়জনদেরও সইতে হয় নানা বঞ্চনা৷ কারণ অভিবাসনপ্রত্যাশীদের দেহ শনাক্ত করা দুরূহ এক কাজ৷
উন্নত জীবনের খোঁজে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানের পথে গত চার বছরে অন্তত আট হাজার ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন৷
লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে রাবারের নৌকা উলটে ডুবে গিয়েছেন অনেক অভিবাসী৷ এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ৷