ইইউর সভাপতিত্বে সুইডেন, প্রতিবেশী দেশগুলির অভিবাসন নীতিতে মিশ্র প্রভাব
সুইডেনের কট্টর ডান প্রভাবিত সরকার ইইউর সভাপতিত্ব গ্রহণ করার সাথে সাথে প্রতিবেশি রাষ্ট্রগুলোর যৌথ অভিবাসন নীতির পরিকল্পনাও একটি বিশাল ধাক্কার সম্মুখীন হয়েছে। অপরদিকে ডেনমার্কের নতুন বাম-ডান জোট সরকারকে দেশটির কিছু কঠোর অভিবাসন নীতি সহজ করতে দেখা গিয়েছে।